• হাইমাস্ট জাতীয় পতাকা উত্তোলন
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে সুউচ্চ স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করেছে পুরসভা। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সকালে শহরের মহাত্মা গান্ধী মোড়ে শচীন-সৌরভ গার্ডেনে ওই পতাকা উত্তোলন করেন মেয়র গৌতম দেব। অনুষ্ঠান পুরসভা ও প্রশাসনের আধিকারিকরা হাজির ছিলেন। পুরকর্তৃপক্ষ জানিয়েছে, শহরে এই প্রথম সুউচ্চ স্তম্ভে জাতীয় পতকা উত্তোলন করা হয়েছে। সেটির উচ্চতা প্রায় ৬৮ ফুট। সারা বছর সেই স্তম্ভে জাতীয় পতাকা ঝোলানো থাকবে। এজন্য সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। এটা শহরের সৌন্দর্য আরও বাড়াবে। এর বাইরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস কমিশনারেট, দার্জিলিং জেলা পুলিস, বিএসএফের উত্তরবঙ্গ সেক্টর অফিসে স্বাধীনতা দিবস পালন করা হয়। সর্বত্র যথাযথ মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও উত্তরবঙ্গের প্রতিটি জেলার স্কুলে, কলেজ ও সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা তোলা হয়। কোথাও দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়েছে। আবার কোথাও স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা সভা করা হয়। সর্বত্রই চকোলেট ও লাড্ডু বিলি করা হয়।
  • Link to this news (বর্তমান)