• উত্তরবঙ্গে বিজেপির পথ অবরোধ, সিপিএমের মিছিল
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: আরজি কর ইস্যুতে পথ অবরোধ উত্তরবঙ্গে। শুক্রবার দুপুরে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কোচবিহার থেকে আলিপুরদুয়ার সর্বত্র পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পদ্ম শিবির। শিলিগুড়ি শহরের সফদর হাসমিচকে হাতেগোনা কিছু কর্মী-সমর্থক নিয়ে পথ অবরোধ করেন বিধায়ক শঙ্কর ঘোষ ও দলের জেলা সভাপতি অরুণ মণ্ডল। বাগডোগরায় অবরোধের নেতৃত্ব দেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। এখানে বিধায়কের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি হয়। জলপাইগুড়ি শহরে বিজেপির মহিলা মোর্চা প্রতিবাদ মিছিল বের করে। রাজগঞ্জের বেলাকোবা ও ধূপগুড়িতে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করা হয়। কোচবিহারেও অবরোধ ও বিক্ষোভ হয়েছে। সর্বত্র মোতায়েন ছিল পুলিস। অবরোধের জেরে কিছু এলাকায় যানজট তৈরি হয়। তা দ্রুত নিয়ন্ত্রণ করে পুলিস। আলিপুরদুয়ার, বারোবিশা, কামাখ্যাগুড়ি, শামুকতলা, কালচিনি, হাসিমারা, হ্যামিল্টনগঞ্জ, বীরপাড়া ও ফালাকাটায় পথ অবরোধ করা হলেও কোথাও সেভাবে বিজেপির কর্মী-সমর্থকের দেখা যায়নি। 

    এদিকে, জলপাইগুড়িতে সন্ধ্যায় সিপিএমের জেলা পার্টি অফিস থেকে প্রতিবাদ মিছিল বের করে বামফ্রন্ট। তারা কোতোয়ালি থানা মোড়ে বিক্ষোভ দেখায়। ধূপগুড়িতেও সিপিএম প্রতিবাদ মিছিল বের করে।
  • Link to this news (বর্তমান)