• জলপাইগুড়িতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে দু’দিনে একঝাঁক শিল্পী
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কিশোর, মান্না, হেমন্তর মতো প্রবাদপ্রতিম শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানাতে দু’দিনের সঙ্গীতানুষ্ঠান হতে চলেছে জলপাইগুড়িতে। শহরের আর্ট গ্যালারিতে ওই অনুষ্ঠানের আয়োজক জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ। আজ, শনিবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানের সূচনা। সঙ্গীত পরিবেশন করবেন অরুন্ধতী হোমচৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন সহ অনেকে। রবিবার সঙ্গীত পরিবেশন করবেন রূপঙ্কর বাগচি, সৌমিত্র রায়, জোজো সহ বেশকিছু শিল্পী। প্রবেশ অবাধ। যদিও সরকারি এই অনুষ্ঠানটি যেখানে হতে চলেছে, সেই আর্ট গ্যালারির অডিটোরিয়ামের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। হলটিতে দীর্ঘদিন ধরে এসি খারাপ। ফলে গরমে কীভাবে দর্শকরা অনুষ্ঠান দেখবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে জানানো হয়েছে, হলটি এসজেডিএ’র অধীনে। তবে অনুষ্ঠানের দু’দিন তারা কিছু পাখা ও স্ট্যান্ড এসি’র ব্যবস্থা রাখছেন।
  • Link to this news (বর্তমান)