• ৩৫ লক্ষ টাকার সেগুন কাঠ বাজোয়াপ্ত
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার ভোরে ময়নাগুড়ির ইন্দিরামোড়ে অভিযান চালিয়ে ৩৫ লক্ষ টাকার সেগুন কাঠ বাজোয়াপ্ত করার পাশাপাশি তিন জনকে গ্রেপ্তার করল গোরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন। এই অভিযানে নেতৃত্ব দেন গোরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও দিজ্বপ্রতিম সেন।  বনদপ্তর জানিয়েছে, গোপন সূত্রে খবর মেলে কন্টেনার ট্রাকে সেগুন কাঠ বোঝাই করে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ি নিয়ে যাওয়া হবে। এরপরই ডিএফও দিজ্বপ্রতিম সেন বিন্নাগুড়ি ও গোরুমারা নর্থ রেঞ্জের বনকর্মীদের সঙ্গে নিয়ে ইন্দিরা মোড় এলাকায় ওত পেতে থাকেন। গাড়িটি নাগালে এলে সেটিকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশি শুরু করতেই বাঁশের নীচে রাখা প্রচুর সেগুন কাঠ উদ্ধার হয়। চালক ও গাড়ির মালিক সহ তিন জনকে বনদপ্তর গ্রেপ্তার করেছে। ডিএফও বলেন, শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)