• চার বাঙালি পর্বতারোহীর সফল ককেশাস অভিযান
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জর্জিয়া ও আজারবাইজানে অবস্থিত ককেশাস পর্বতমালায় সফল অভিযান সম্পন্ন করলেন চার বাঙালি পর্বতারোহী। গত ২৭ জুলাই তাঁরা কলকাতা থেকে রওনা হয়েছিলেন। আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছনোর পর ২ আগস্ট থেকে শুরু হয় তাঁদের মূল অভিযান। দেবাশিস বিশ্বাস, মলয় মুখোপাধ্যায়, অভিজিৎ রায় ও কিরণ পাত্র—এই চার অভিজ্ঞ পর্বতারোহীর প্রথম লক্ষ্য ছিল শাহদাগ পর্বত (৪২৪৩ মিটার) আরোহণ। বৃহত্তর ককেশাস পর্বতমালার অংশ এই পর্বত রাশিয়ার সীমানার কাছে আজারবাইজানের কুশার জেলায় অবস্থিত। ৩ আগস্ট ভোররাতে তাঁরা দুর্গম শাহদাগ পর্বত আরোহণে সফল হন। 

    এরপর তাঁরা বেরিয়ে পড়েন আজারবাইজানের বাজারদুজু পর্বত (৪৪৬৬ মিটার) আরোহণে। পাশেই জাফর পর্বতের শীর্ষে পৌছনোর পরিকল্পনা থাকলেও নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ থাকায় তা বাতিল করতে হয়। ৫ আগস্ট তাঁরা চারজন বাজারদুজু পর্বত আরোহণ সম্পন্ন করেন। তাঁদের এর পরের গন্তব্য ছিল জর্জিয়ার কাজবেক পর্বত। (৫০৫৪ মিটার)। ভিসা সংক্রান্ত সমস্যা থাকায় মলয় মুখোপাধ্যায় জর্জিয়া পৌঁছতে পারেননি। বাকি তিন পর্বতারোহী ৮ আগস্ট জর্জিয়ার রাজধানী টিবিলেস পৌঁছন। ১০ তারিখ থেকে শুরু হয় মূল অভিযান। ১৩ আগস্ট তাঁরা ওই পর্বতের শীর্ষে আরোহণ করে সেদিনই নেমে আসেন বেসক্যাম্পে। বিশিষ্ট পর্বতারোহীরা বলছেন, কোনও ভারতীয় পর্বতারোহী দলের ক্ষেত্রে এই সাফল্য বেশ বিরল ঘটনা।
  • Link to this news (বর্তমান)