• ফের নিম্নচাপ, বাড়বে বৃষ্টি
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের উপকূল সংলগ্ন এলাকায় ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জন্য আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। নিম্নচাপটি শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে। নিম্নচাপজনিত অতিবৃষ্টিতে দক্ষিণবঙ্গে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকছে। জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এটির প্রভাব থাকবে। এইসময়ে এক বা একাধিক দিন অনেকগুলি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে এবং ঝোড়ো হাওয়া থাকবে। তাই রাজ্যের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের আগামী বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এলাকায় না-থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছে। আগামী কাল, রবিবার থেকে বৃষ্টি আরও বাড়বে বলেই জানিয়েছেন আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। 

    শুক্রবার নিম্নচাপটি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ছিল। নিম্নচাপটি উপকূল অতিক্রম করার পর উত্তর-পশ্চিম অভিমুখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে আগামী কয়েকদিন ধরে এগবে। এটি খুব দ্রুত না এগনোয় দক্ষিণবঙ্গের উপর নিম্নচাপটি বেশি সময় ধরে অবস্থান করবে। এটাই উদ্বেগের কারণ। বলছেন আবহাওয়াবিদরা। কারণ, সেটি বেশি সময় অবস্থান করলে বৃষ্টিও বেশি হবে। ঝাড়খণ্ডের উপর দামোদর অববাহিকা এলাকায় বেশি বৃষ্টি হলে ফের ডিভিসির বাঁধগুলি থেকে বেশি মাত্রায় জল ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
  • Link to this news (বর্তমান)