• ফের রাঙাপানিতে লাইনচ্যুত মালগাড়ি
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের রাঙাপানিতে মালগাড়ি লাইনচ্যুত। শুক্রবার রাতে একটি তেল কোম্পানির প্ল্যান্টে যাচ্ছিল ওই মালগাড়িটি। সেখান থেকে তেল ভর্তি করে বের হওয়ার সময় দু’টি ট্যাঙ্কার বেলাইন হয়। খবর পেয়ে আরপিএফ ও রেলের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কে কে শর্মা বলেন, মালগাড়ি লাইনচ্যুত হলেও মেন লাইনে কোনও সমস্যা হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হবে। 

    প্রসঙ্গত, দুই মাসের মধ্যে রাঙাপানিতে এনিয়ে তিনবার ঘটল রেল দুর্ঘটনা। যারমধ্যে প্রায় একই জায়গায় দু’বার বেলাইন মালগাড়ি। গত ১৭ জুন মালগাড়ির সঙ্গে সংঘর্ষে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ১০ জন যাত্রীর মৃত্যু হয়। একের পর এক এধরনের ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)