• সুশান্ত ঘোষের জেলা সম্পাদক পদ কেড়ে নিল সিপিএম
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ‘বর্তমান’-এর খবরের জের। কয়েক বছর আগে এক মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে সিপিএম নেতা সুশান্ত ঘোষকে পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক পদ থেকে সরানো হল। শুক্রবার জেলা কমিটির বিশেষ বৈঠকে ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং জেলার প্রথম সারির নেতারা। ওই বৈঠকেই সুশান্তকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। এনিয়ে রাজ্য নেতৃত্বই ভবিষ্যতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দলের তরফে অবশ্য বলা হয়েছে, সুশান্ত ঘোষ ছুটি নিয়েছেন। এদিন ফোনে সুশান্ত ঘোষ বলেন, এ বিষয়ে যা বলার জেলা ও রাজ্য নেতৃত্বই বলবেন। আমার কিছু বলার নেই। পার্টি সূত্রের খবর, সম্প্রতি একটি অশ্লীল ভিডিও সামনে আসায় দলীয় নেতৃত্ব নড়েচড়ে বসেন। তা নিয়ে পার্টি তদন্ত শুরু করে মাসখানেক আগে। আনুষ্ঠানিকভাবে কমিশন গঠন না-হলেও রেখা গোস্বামী সহ কয়েকজন রাজ্য নেতা এনিয়ে খোঁজখবর নেন। নির্যাতিতা মহিলার বাড়িতেও যান তাঁরা, সংগ্রহ  করেন প্রয়োজনীয় তথ্যাদি। তার প্রেক্ষিতেই সুশান্তকে আপাতত দলীয় পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় রাজ্য পার্টি। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, সুশান্ত ঘোষকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত সম্পাদক করা হয়েছে বিজয় পালকে। 

    বিজয়বাবু বলেন, এদিন ভোট-পরবর্তী রিভিউ মিটিং ছিল। রাজ্য কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সুশান্তবাবুর ব্যক্তিগত সমস্যাও ছিল। তাঁর স্ত্রী অসুস্থ। রাজ্য কমিটি বিষয়টি বলতে পারবে। উল্লেখ্য, অভিযোগকারী মহিলার বাড়ি মেদিনীপুর শহরে। লিখিত অভিযোগে তিনি জানান, ২০০৬ সালে তৎকালীন মন্ত্রী সুশান্ত ঘোষের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেইসময় মন্ত্রী তাঁকে চাকরির আশ্বাস দিয়ে বাড়িতে ডেকে পাঠান। এরপর নিজের বাড়িতেই শারীরিক সম্পর্ক গড়ে তোলেন সুশান্ত। বিষয়টি জানাজানি হলে তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। ওই মহিলাকে পরেও একাধিকবার ডেকে সহবাস করেন তৎকালীন মন্ত্রী।
  • Link to this news (বর্তমান)