• বাংলাদেশের এমপি খুনে আজ সিআইডির চার্জশিট
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশের আওয়ামি লিগের এমপি আনোয়ারউল আজিম আনার খুনের ঘটনায় আজ, শনিবার চার্জশিট জমা দিতে চলেছে সিআইডি। জিহাদ এবং সিয়াম—অভিযুক্ত হিসেবে এই দু’জনের নাম তাতে রয়েছে। তাদের বিরুদ্ধে খুন, তথ্য-প্রমাণ লোপাট সহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। প্রায় ১০০ দিনের মাথায় বারাসত আদালতে এই চার্জশিট জমা পড়তে চলেছে। প্রসঙ্গত, গত ১০ মে ওই এমপির টুকরো টুকরো দেহ উদ্ধার হয় নিউটাউনের একটি আবাসন থেকে। এদিকে, আর এক অভিযুক্ত শাহিনকে ফেরার হিসেবে দেখানো হচ্ছে চার্জশিটে। সে আমেরিকায় রয়েছে। তার বিরুদ্ধে লুকআউট এবং রেড কর্নার নোটিস জারি করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)