• বন্‌঩ধের প্রভাব পড়েনি নবান্ন সহ সরকারি অফিসগুলিতে
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টা বাংলা বন্‌঩ধের ডাক দিয়েছিল এসইউসি। শুক্রবার তার কোনও প্রভাবই পড়েনি নবান্নসহ রাজ্য সরকারের বিভিন্ন অফিসে। এদিন নবান্নে কর্মীদের হাজিরা ছিল প্রায় ৯৯ শতাংশ। নব মহাকরণ, পঞ্চায়েত ভবন, আলিপুরের সার্ভে বিল্ডিং,  জলসম্পদ ভবন, বিদ্যুৎ ভবন, বিকাশ ভবন প্রভৃতি অফিসেও কোথাও ৯৬ শতাংশ তো কোথাও ৯৪.৫ শতাংশ কর্মী কাজে যোগ দিয়েছেন। কলকাতায় এবং শহরতলির কোনও জায়গায় যান চলাচল ব্যাহত হওয়ার খবর পায়নি নবান্নের কন্ট্রোল রুম। 

    বন্‌঩ধের বিরুদ্ধে বৃহস্পতিবারই কড়া অবস্থান নিয়ে কর্মী আধিকারিকদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করে অর্থদপ্তর। হাসপাতালে ভর্তি হওয়ার মতো অসুস্থতা ছাড়া এদিন ছুটি অনুমোদন করা হবে না বলেও এক বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়। তারপরেও কেউ অনুপস্থিত হলে তাঁদের কৈফিয়ত তলব করার কথাও মনে করিয়ে দেয় নবান্ন। বন্‌ধ সংক্রান্ত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার জানিয়ে দেন, যাঁরা বন্‌঩ধে অংশ নেবেন তাঁরা নিজেরটা নিজেরাই বুঝে নেবেন। কিন্তু আমি সকলকে অনুরোধ করব, সবকিছু খোলা রাখতে। বাংলাকে অচল করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। এই জিনিস সফল হতে না-দেওয়ারই অনুরোধ জানাব সবার কাছে।
  • Link to this news (বর্তমান)