• উড়ালপুলে যত্রতত্র ইমারতি সামগ্রী, বাইক উল্টে জখম ২
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর: উড়ালপুলে ইমারতি সামগ্রী পড়ে থাকে যত্রতত্র। ঠায় দাঁড়িয়ে থাকে একের পর এক গাড়ি। এর জেরে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঠিক তেমনই বারুইপুর উড়ালপুলের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি বাইক। এই ঘটনায় বাইক চালক ও এক আরোহী গুরুতর জখম হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। বারুইপুর থানার পুলিস জানিয়েছে, আহতদের নাম ইন্দ্রনীল কর্মকার ও বাপন মণ্ডল। বাড়ি রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। দু’জনের কেউই হেলমেট পরে ছিলেন না। অনুমান, তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন। স্থানীয়দের বক্তব্য, উড়ালপুলের বাঁকের মুখে বালি পড়ে থাকায় দ্রুতগতিতে আসা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরিবারের লোকজন বলেন, আহতরা পরস্পরের বন্ধু। বারুইপুরে এক বেসরকারি সংস্থায় কাজ করেন তাঁরা।
  • Link to this news (বর্তমান)