• মহিলা কর্মীদের সুরক্ষায় পদক্ষেপ বি আর সিং হাসপাতালে
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের জেরে এবার শহরের অন্যতম সেরা রেল হাসপাতালের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নিল শিয়ালদহ ডিভিশন। কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান বি আর সিং হাসপাতালের মহিলা চিকিৎসক ও কর্মীদের সুরক্ষায় উদ্যোগ নিলেন শিয়ালদহের ডিভিশনাল ম্যানেজার (ডিআরএম) দীপক নিগম। শুক্রবার তিনি বি আর সিং হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর, ব্রাঞ্চ অফিসার সহ উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। তারপরই ওই হাসপাতালের মহিলা স্বাস্থ্য কর্মীদের আরও উন্নততর নিরাপত্তায় সাত দফা নির্দেশিকা জারি হয়েছে। যার মধ্যে অন্যতম, হাসপাতালের প্রতিটি জায়গা সিসিটিভি’র আওতায় আনতে হবে। স্বাস্থ্য প্রতিষ্ঠানের সর্বত্র পর্যাপ্ত আলো এবং বাড়তি নিরাপত্তা রক্ষী মোতায়েন নিশ্চিত করতে হবে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। 

    বি আর সিং হাসপাতালে কিউ আর কোডের মাধ্যমে দরজা খোলা-বন্ধ করার প্রযুক্তি কার্যকর হবে। স্পর্শকাতর স্থানে বিশেষ প্যানিক বাটন বসাতে হবে। যাতে অপ্রীতিকর পরিস্থিতিতে সেই বোতাম টিপলেই দ্রুত সাহায্য মেলে। হাসপাতালের কর্মরত মহিলাদের বাড়তি সুরক্ষায় দু’টি হেল্প লাইন চালু করা হয়েছে। যেগুলি হল, ০৩৩-২৩৮৩ ৩৮৩১, ০৩৩-২৩৫২ ৫৩৫১।
  • Link to this news (বর্তমান)