• পরিকল্পনা করেই ৫টি স্থানে জড়ো হয়ে হামলা
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছে পূর্ব পরিকল্পনা করেই। অন্ততপক্ষে পাঁচটি জায়গায় জমায়েত হয়ে মিছিল করে উন্মত্ত জনতা এসেছিল। হাসপাতালে ভাঙচুরের ঘটনার তদন্তে নেমে এই তথ্য উঠে এসেছে পুলিসের কাছে। ঘটনায় প্রত্যক্ষ রাজনৈতিক সংস্রবও যে ছিল,  সে বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত তদন্তকারীরা। হামলার ঘটনায় শুক্রবার পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই পর্বেই হামলার ঘটনার বিষয়ে এদিন শিয়ালদহ আদালতে গিয়ে এফআইআরের কপি, কতজন ধৃত এই সংক্রান্ত নথি জোগাড় করেন সিবিআইয়ের তদন্তকারীরা। 

     ধৃতদের জেরা করে তদন্তকারীরা জেনেছেন,দু’দিন ধরে এই অপারেশনের পরিকল্পনা চলছিল। এর চক্রী তিন থেকে চারজন। দমদম, মানিকতলা, বড়তলা, মুরারিপুকুর, উল্টোডাঙা, বেলগাছিয়া, কাশীপুর এমনকী উত্তর ২৪ পরগনা থেকেও লোকজন জোগাড়ের কাজ চলছিল। হোয়াটস অ্যাপে মেসেজ পাঠিয়ে একে অন্যকে আসতে বলে। চক্রীরা তাদের বোঝায়. কেন আর জি করে যাওয়া প্রয়োজন। হাঙ্গামার ঘটনায় গ্রেপ্তার হওয়া দমদমের পূর্ব সিঁথির জিম ট্রেনার সৌমিক দাস স্পষ্টই পুলিসকে জানিয়েছে, অন্যের কথা শুনেই সে সহ আরও কয়েকজন সেদিন রাতে আর জি করে এসেছিল। তাদের মূল টার্গেট ছিল সেমিনার হল। তদন্তে উঠে এসেছে, বেলগাছিয়ায় লোকজন জড়ো করেছিল এক কাউন্সিলার। তার সঙ্গে যোগাযোগ করে দমদম এলাকার নতুন বস্তি, ছানা পট্টি থেকে ছেলে জোগাড় করেন স্থানীয় এক নেতা। কাশীপুর, চিৎপুর এলাকায় অনুগামীদের ডেকে পাঠিয়েছিলেন এলাকার নামজাদা এক নেতা। মুরারিপুকুরে দায়িত্বে ছিলেন রাজনৈতিক দলের এক উঠতি মহিলা ‘মাতব্বর’। যে পাঁচটি জায়গা থেকে আসা মিছিলের নেতৃত্ব দেয় বেলগাছিয়ার জব্বর ও পাপা, কাশীপুর ও চিৎপুর এলাকার দিলশাদ ও রেহান। মিছিলের সামনে রাখা হয়েছিল বৃহন্নলাদের। তাদের ‘ঢাল’ বানিয়েই হাসপাতালে ঢোকে অভিযুক্তরা। এই বৃহন্নলাদের জুটিয়েছিল জব্বর ও দিলশাদ। ইট, বোতল ও লোহার রড নিয়ে এসেছিল। পুলিস ঘটনাস্থলে এসে লাঠি ও টিয়ারগ্যাস চার্জ শুরু করলে, তারা একযোগে উর্দিধারীদের উপর হামলা করে। পরে যে যার এলাকায় গিয়ে আশ্রয় নেয়। তদন্তে উঠে আসছে, শান্তনু ঘোষ, সপ্তর্ষি ভট্টাচার্য, অরিজিত বেরা সহ গ্রেপ্তার হওয়াদের সকলেই জমির দালালি, সিন্ডিকেটের সঙ্গে কমবেশি যুক্ত। তারা এলাকায় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের অনুগামী হিসেবে পরিচিত। ওই নেতাদের কথামতো তারা বিভিন্ন জায়গায় গোলমাল ভাঙচুর চালাত বলেও জানা যাচ্ছে।    
  • Link to this news (বর্তমান)