• ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুন, অভিযুক্তরা অধরা
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার রাত ১১টা নাগাদ ভাটপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গিয়েছিল তৃণমূল কর্মী গণপত সিংয়ের। ওই ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযুক্ত ধরা পড়েনি। বিজয় পাসোয়ান নামের এক দুষ্কৃতীর খোঁজ চলছে। বাড়ির সামনেই খুন হন গণপত সিং। তাঁর পরিবারের অভিযোগ, বিজয় পাসোয়ান ও আরও কয়েকজন খুন করেছে তাঁকে। অন্যান্যদেরও খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। চোরমারি ও শুয়োরমারি এলাকায় ত্রাস সৃষ্টি করেছে বিজয় পাসোয়ানের দলবল, এমনটাই অভিযোগ। এলাকায় পুলিসি টহল চলছে। প্রসঙ্গত, গণপত সিংয়ের পাড়াতেই থাকে বিজয় পাসোয়ান। পরপর তিনদিন ভাটপাড়ায় তিনটি ঘটনায় নতুন করে উত্তেজানার সৃষ্টি হয়েছে। সোমবার রাতে মানিকপীর বাজারে এক চায়ের দোকানে ছুরিকাহত হন এক যুবক। মঙ্গলবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। গুলি চলে। দুই গোষ্ঠীর দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে খুন হন তৃণমূল কর্মী। ফের ভাটপাড়া উত্তপ্ত হয়ে ওঠায় চিন্তিত পুলিস প্রশাসন। 

    এ ব্যাপারে ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানিয়েছেন, প্রথম দু’টি ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। খুনের ঘটনার তদন্ত চলছে। এখনও অবধি কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্তদের খোঁজ চলছে।
  • Link to this news (বর্তমান)