৫ দফা দাবিতে দেশ জুড়ে কর্মবিরতিতে চিকিৎসকরা, ব্যাহত পরিষেবায় ভোগান্তি রোগীদের...
আজকাল | ১৭ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য। রাজ্যের একাধিক হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি করছেন। এবার এই কর্মবিরতির রেশ দেশ জুড়ে। শনিবার দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএমএ দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতির ডাক দিয়েছে। এই সংগঠন জরুরি পরিষেবা চালু রাখলেও, বহির্বিভাগ সম্পূর্ণ বন্ধ রাখার ডাক দিয়েছে।
বেলা বাড়তেই দেখা যায়, বাংলার বাইরে, বিহার, দিল্লি, আমেদাবাদ, চেন্নাই, সেকেন্দারবাদ-সহ একাধিক জায়গার হাসপাতালগুলিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা। আইএমএ এও জানিয়েছে, এই সংগঠনের সদস্য চিকিৎসকরা, সরকারি হাসপাতালের আউটডোরে এদিন বসতে পারবেন না। বেসরকারি হাসপাতাল বা চেম্বারের সঙ্গে যুক্ত থাকলে, কর্মবিরতি পালন করতে হবে সেক্ষেত্রেও। তথ্য বলছে, অন্তত ৫০ হাজার হাসপাতালে পরিষেবা ব্যাহত হবে কর্মবিরতিতে।
আরজি করের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন, তাঁদের হাতে প্ল্যাকার্ড। স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আইএমএ যে পাঁচ দফা দাবি সামনে এসেছে, তারমধ্যে অন্যতম হল নিরাপত্তা ব্যবস্থা। তাদের দাবি, প্রথমে সুরক্ষিত করতে হবে হাসপাতালের নিরাপত্তা। হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা হতে হবে বিমানবন্দরের মতোই। মোতায়েন করতে হবে নিরাপত্তা কর্মী, থাকতে হবে সিসিটিভি। হাসপাতালগুলিকে সেফ জোন হিসেবে ঘোষণা করতে হবে।