• দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, আরজি কর নিয়ে ফের মুখ খুললেন সৌরভ
    এই সময় | ১৭ আগস্ট ২০২৪
  • আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। সাধারণ মানুষ থেকে সমাজের জনপ্রিয় মুখ সকলেই প্রতিবাদ করেছেন। বাদ যাননি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। একটি অনুষ্ঠানে গিয়ে তিনি আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেন। এরপর তাঁকে নিন্দার মুখে পড়তে হয়। এবার ফের তিনি গোটা বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন।কলকাতায় কন্যা সানার একটি অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি জানান, অতীতে তিনি আরজি করের ঘটনা নিয়ে যেই মন্তব্য করেছিলেন সেটার ভুল ব্যাখা করা হয়েছে।

    তিনি বলেন, ‘গত রবিবার আমি এই বিষয়ে মুখ খুলেছিলাম। আমি জানি না আমার বক্তব্যের কী ব্যাখ্যা হয়েছে। আবারও বলছি, এটি ভয়ঙ্কর ঘটনা। দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে।’

    তিনি তদন্তের ব্যাপারে ভরসা করছেন। বলেন, 'সিবিআই বিষয়টা দেখছে। তদন্ত চলছে, আশা করব দোষীকে চিহ্নিত করে তার শাস্তি হবে। জিনিসটা সবার কাছে বেদনাদায়ক। ভবিষ্যতে এসব ঘটনা যেখানে হবে, দেশে হোক বা বিদেশে। মানুষের সঙ্গে যেখানে খারাপ ব্যবহার করবে, সেখানে মানুষ এভাবে জবাব দেবে।’

    দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন চিকিৎসকরাও। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা বিক্ষোভ দেখাচ্ছেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা করেছেন। এই বিষয়ে সৌরভ বলেন, ‘চিকিৎসার দিকটাও চিকিৎসকদের ভাবা উচিত। কারণ প্রচুর মানুষ চিকিৎসকদের মুখের দিকে চেয়ে থাকেন, চিকিৎসা না হলে সে ক্ষেত্রেও প্রচুর অসুস্থ মানুষদের অসুবিধে হয়।’

    আরজি করে ধর্ষণ-খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ঘটনার তদন্ত করছে সিবিআই। তবে তদন্তের পাশাপাশি হচ্ছে ফেক নিউজ় ছড়ানো রোখা। কলকাতা পুলিশ এই বিষয়ে একাধিক ব্যক্তিতে তলব করেছে।
  • Link to this news (এই সময়)