• অত্যাধুনিক স্ক্যানার নিয়ে আরজি করে CBI, হানা পুলিশ ব্যারাকেও
    এই সময় | ১৭ আগস্ট ২০২৪
  • আরজি কর কাণ্ডে প্রতিবাদ গোটা দেশ জুড়ে। দ্রুত এই তদন্তের নিষ্পত্তি ঘটিয়ে দোষীদের কঠোরতম শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহলে। তদন্তে শুরু থেকেই তৎপর সিবিআই। গত তিনদিনের পর শনিবারও আরজি কর হাসপাতালে যান সিবিআই আধিকারিকরা। তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকেও হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।শনিবার সকালে সিবিআইয়ের একটি টিম ফের আরজি কর মেডিক্যাল হাসপাতালে যায়। থ্রিডি স্ক্যানার নিয়ে এদিন ঘটনাস্থলে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। আরজি করের অকুস্থলে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালান তাঁরা। একদিকে, শনিবার সকাল থেকেই সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ রায়কে। এর মাঝেই সিবিআই আধিকারিকদের আরজি কর হাসপাতালে পরিদর্শন নিয়ে নতুন করে শুরু জল্পনা। তাহলে কি সিবিআইয়ের নতুন কোনও গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে?

    অন্যদিকে, শনিবার সিবিআইয়ের আরেকটি টিম যায় কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে। উল্লেখ্য, সেখান থেকেই এই ঘটনায় একমাত্র অভিযুক্ত সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পদে কাজ করতো এই সঞ্জয়। সেই সূত্রেই পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে যাতায়াত ছিল তার। এমনকী, ঘটনার দিন রাতেও এখানে এসে উঠেছিল অভিযুক্ত। পুলিশ ব্যারাকে আসার পর তার আচরণ কেমন ছিল? কাউকে সে কিছু বলেছিল কিনা, মত্ত অবস্থায় ছিল কিনা, এরকম নানা বিষয় সন্ধান পেতে এদিন সিবিআইয়ের টিম পুলিশ ব্যারাকে আসে বলেই সূত্রের খবর।

    শুক্রবার মাঝরাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এদিন সকালেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। পাশাপাশি, হাসপাতালের একাধিক চিকিৎসক, নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলেও খবর।

    সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই মৃত চিকিৎসকের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন। এই ঘটনায় একজন নয় একাধিক অপরাধী জড়িত রয়েছে বলেই মনে করছেন মৃত চিকিৎসকের মা-বাবা। বিষয়টি কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছেও জানিয়েছেন তাঁরা। ঘটনায় হাসপতালের কেউ যুক্ত রয়েছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা।
  • Link to this news (এই সময়)