• ‘‌মুখ্যমন্ত্রীকে ‘‌মিস লিড’‌ করার চেষ্টা করছে কেউ’‌, আরজি কর নিয়ে শোভনদেব
    হিন্দুস্তান টাইমস | ১৭ আগস্ট ২০২৪
  • আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে উঠেছে অভিযোগ। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা খবর ছড়িয়ে পড়েছে। যেগুলির মধ্যে ভুয়ো খবরের সংখ্যাই সর্বাধিক। এই আবহে এবার মুখ খুললেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে কেউ যেন ভুলপথে চালিত না করেন, সেই আবেদন করলেন তিনি। ইতিমধ্যেই কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে।’‌

    আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় দোষীর ফাঁসির দাবিতে রাজপথে নামেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে নানা ভুয়ো খবর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে এখন তদন্ত করছে সিবিআই। আজ শনিবার দেশজুড়ে কর্মবিরতি ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আর তারপরই চিকিৎসকদের এই কর্মবিরতির মধ্যেই রাজ্যের ৪২ জন চিকিৎসককে বদলি করা হয়েছে। এই ঘটনার পরই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‌যারা এই কাজ করেছে তাদের এনকাউন্টার করা উচিত। সরকারি টাকায় লালনপালন করার কোনও প্রয়োজন নেই।’‌

    এদিকে আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ‘ভুয়ো তথ্য’ ছড়ানোর অভিযোগ এবার দুই প্রবীণ চিকিৎসককেও তলব করতে চলেছে লালবাজার। তার মধ্যে আগেই ডাঃ শান্তনু সেন বলেছিলেন, মুখ্যমন্ত্রীর কাছে সঠিক খবর পৌঁছচ্ছে না। এবার সেই সুর শোনা গেল পরিষদীয়মন্ত্রীর গলাতেও। শোভনদেব চট্টোপাধ্যায় চিকিৎসকদের বদলি নিয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘‌কারা বদলি হয়েছেন জানি না। হাজার হাজার ডাক্তার আন্দোলন করছেন। তার মধ্যে কারা বদলি হয়েছেন, জানি না। আবার আমার মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘‌মিস লিড’‌ করার চেষ্টা করছে কেউ। তবে আমি এটা জানি না। না জেনে বলছি। কিন্তু মুখ্যমন্ত্রীকে কেউ যেন ভুলপথে চালিত না করেন।’‌ এই মন্তব্য নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে।

    যেদিন রাতের দখল নিতে রাস্তায় নেমেছিল নাগরিক সমাজ সেদিনই আরজি কর হাসপাতালে হামলা করা হয়েছিল। আরজি কর হাসপাতালে হওয়া ঘটনার নিন্দা করেছেন শোভনদেব। তবে মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তার প্রশংসা করেছেন। তাই তাঁর বক্তব্য, ‘‌আমি তিলোত্তমার বাড়িতে গিয়েছিলাম। অনেকক্ষণ ছিলাম। ওঁর মা অঝোরে কাঁদছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যা করার করেছেন। সিবিআইকে সবরকম সাহায্য করা হচ্ছে। সিবিআই যাতে তদন্তে গড়িমসি না করে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সময় বেঁধে দিয়েছেন। আরজি করে হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। হামলায় যুক্তরা যারই লোক হোক, কাউকে রেয়াত করা হবে না বলে মুখ্যমন্ত্রীই জানিয়েছেন।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)