• আরজি কর কাণ্ডের জের, নারী সুরক্ষায় ১০ দফা পদক্ষেপ নিচ্ছে সরকার
    এই সময় | ১৮ আগস্ট ২০২৪
  • আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন মহলে। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার দাবিতে গোটা রাজ্য জুড়ে রাস্তায় নেমেছিলেন মহিলারা। সুরক্ষা বৃদ্ধিতে এবার নজর দিল সরকার। নতুন অ্যাপ নির্মাণ থেকে শুরু করে ‘রাতের সাথী’ ভলান্টিয়ার নিয়োগ, সরকারি মেডিক্যাল কলেজ-হাসপাতালগুলিতে সিসিটিভিতে মোড়া সুরক্ষা বলয় তৈরি করা, এরকম একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে নবান্ন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় শনিবার একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই সরকারের তরফে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা বৃদ্ধিতে বিশেষত রাতে নারী সুরক্ষার জন্য সরকারি মেডিক্যাল কলেজ-হাসপাতালগুলিতে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে ব্যাপারে ঘোষণা করা হয়।

    কী কী পদক্ষেপ নিচ্ছে সরকার?

    ১) সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতাল, হস্টেলগুলিতে মহিলাদের নিরাপত্তার স্বার্থে টয়লেট সহ পৃথক ‘রেস্ট রুম’ নির্মাণ করা হবে।

    ২) সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতালগুলিতে ‘রাতের সাথী’ মহিলা ভলান্টিয়ার নিয়োগ করা হবে।

    ৩) সর্বক্ষণের সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে মহিলাদের জন্য ‘সেফ জোন’ থাকবে।

    ৪) একটি মোবাইল অ্যাপ (অ্যালাৰ্ম ডিভাইস সহ) তৈরি করা হচ্ছে। সমস্ত চাকুরিজীবী মহিলাদের এই অ্যাপ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এই অ্যাপের সঙ্গে নিকটবর্তী থানার সরাসরি সংযোগ থাকবে।

    ৫) ১০০/১১২ হেল্পলাইন নম্বর ব্যবহার বাড়ানোর ব্যাপারে জোর দেওয়া হবে।

    ৬) সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতাল, জেলা হাসপাতালে সিকিউরিটি চেক এবং ব্রেথলাইজার টেস্ট (শ্বাস পরীক্ষা) ব্যবস্থা থাকবে।

    ৭) সমস্ত প্রতিষ্ঠনে মহিলাদের উপর শারীরিক নিগ্রহ রুখতে ‘বিশাখা কমিটি’ তৈরি রাখার ব্যাপারে জোর দেওয়া হয়েছে।

    ৮) সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও এই সরকারি সিস্টেম অনুসরণ করার ব্যাপারে অনুরোধ করা হচ্ছে।

    সরকারি নির্দেশিকা

    ৯) কর্মক্ষেত্রে মহিলাদের জোড়ায় (দুই মহিলা কর্মী একসঙ্গে) কাজ করা বা মহিলা টিম হিসেবে কাজ করার ব্যাপারে জোর দিতে বলা হচ্ছে। যাতে একে অপরের গতিবিধি নজরে রাখতে পারেন।

    ১০) বেসরকারি প্রতিষ্ঠানে ‘রাতের সাথী’ গ্ৰুপ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

    তবে, এই নির্দেশিকার পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সমস্ত সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, মেডিক্যাল কলেজ, হস্টেলে নাইট পেট্রলিং হবে। সমস্ত হাসপাতাল, মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতালে সিকিউরিটি ইনচার্জ নিয়োগ করা হবে। মহিলা-পুরুষ সমান অণুপাতে নিরাপত্তারক্ষী থাকবে সমস্ত হাসপাতালে। মহিলাদের কর্মক্ষেত্রে টানা ১২ ঘণ্টার বেশি কাজে নিযুক্ত না থাকার ব্যবস্থা করতে হবে। এমনকী, সুযোগ থাকলে মহিলাদের নাইট ডিউটিতে না রাখার কথা বলা হয়েছে।
  • Link to this news (এই সময়)