আরজি কর-কাণ্ডে মমতার ইস্তফার দাবিতে পথে বাম-কংগ্রেস, লোকসভার পর প্রথম যৌথ মিছিল
আনন্দবাজার | ১৭ আগস্ট ২০২৪
আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে শনিবার পথে নামল বাম-কংগ্রেস। রাসবিহারী মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে। লোকসভা ভোটের পর কেন্দ্রীয় ভাবে এটাই ছিল বাম-কংগ্রেসের যৌথ কর্মসূচি।
মিছিল শুরুর সময়েই তুমুল বৃষ্টি শুরু। তার মধ্যেই মিছিল এগোতে থাকে অ্যাকাডেমির দিকে। বৃষ্টিস্নাত হয়েই মিছিলে হাঁটেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, সিপিএম পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমেরা। দেখা যায়, মিছিল শুরুর আগে সেলিমের মাথায় প্রকাণ্ড ছাতা ধরে দাঁড়িয়ে রয়েছেন কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক।
বাম-কংগ্রেস নেতাদের বক্তব্য, মুখ্যমন্ত্রীই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তিনি এক জন চিকিৎসককে কর্মস্থলে নিরাপত্তা দিতে পারেননি। মুখ্যমন্ত্রীই রাজ্যের পুলিশমন্ত্রী। তাঁর পুলিশ আরজি কর হাসপাতাল ভাঙচুর হওয়া রুখতে পারেনি। লুকিয়ে পড়েছিল প্রসূতি বিভাগে, তাই তাঁর ইস্তফা দেওয়া উচিত।
পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘‘বাংলার সিপিএম-কংগ্রেস বিজেপির দালাল। এরা বিজেপি শাসিত রাজ্যে কোনও ঘটনা ঘটলে সেখানকার মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করে না। এখানে গণতান্ত্রিক পরিবেশ পেয়ে যত লম্ফঝম্প।’’