• মনসা পুজোয় মানবাজারে দ্বিগুণ দামে হাঁস বিক্রি
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, মানবাজার: একসময়ের মানভূম থেকে এখন পুরুলিয়া জেলায় মনসা পুজোকে ঘিরে আলাদা উন্মাদনা লক্ষ করা যায়। দেবীকে সন্তুষ্ট করতে হাঁসবলির রীতি আছে। তাই পুজোর দু’চারদিন আগে থেকেই জেলাজুড়ে হাঁস কেনার হিড়িক পড়েছিল। বিপুল চাহিদার কারণে হাঁসও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। তা সত্ত্বেও গত দু’দিনে পুরুলিয়ার মানবাজারে প্রচুর হাঁস বিক্রি হয়েছে।

    প্রতি শুক্রবার মানবাজারের চল্লায় পশুহাট বসে। নামে পশুহাট হলেও সেখানে নানারকম জিনিস মেলে। শুক্রবার মনসাপুজোর আগের দিন সেখানে প্রচুর হাঁস ও পাঁঠা বিক্রি হয়েছে। বিশেষত হাঁস কিনতে ভিড় ছিল চোখে পড়ার মতো। দূরদূরান্ত থেকে বিক্রেতারা এই হাটে হাঁস নিয়ে এসেছিলেন। আগে যে হাঁস ২০০টাকায় মিলত, এখন সেটাই ৪০০টাকায় বিক্রি হয়েছে।

    শনিবার পুজোর দিনও বহু মানুষকে হাঁস কিনতে দেখা যায়। এদিন মানবাজারের কৃষকবাজারের পাশের রাস্তায় বিক্রেতারা হাঁস নিয়ে বসেছিলেন। এছাড়া, অনেকে গ্রামে গ্রামে ঘুরে হাঁস বিক্রি করেছেন। মানবাজারের এক ক্রেতা বলেন, মনসা পুজোয় হাঁসের প্রয়োজন পড়ে। তাই হাঁস কিনলাম। প্রতিবছরই এসময় হাঁসের দাম বেশি থাকে। এবারও হাঁস কিনতে অনেকটা টাকা খরচ হয়েছে।

    মানবাজারে কয়েকদিন আগেই ১৫০-২০০ টাকা দরে হাঁস বিক্রি হচ্ছিল। একটু ছোট আকারের হলে ২৫০ টাকা জোড়াও পাওয়া যাচ্ছিল। মনসাপুজোর আগে সেই হাঁসেরই দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। কারণ এখন জেলাজুড়ে হাঁসের বিপুল চাহিদা। শনিবার মনসা পুজো। পুজোয় হাঁস বলি দেওয়া হয়। সেই হাঁসের মাংস পরদিন রান্না করে খাওয়ার চল রয়েছে। তাই দাম একটু বেশি হলেও হাঁসের বিক্রি ভালোই হচ্ছে।
  • Link to this news (বর্তমান)