• বক্রেশ্বরে দিলীপের বৈঠকে গরহাজির জেলা সভাপতি
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, সিউড়ি: বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষের বৈঠকে গরহাজির থাকলেন বীরভূম জেলা সভাপতি ও দলের বিধায়ক। এই ঘটনায় ফের বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল। শনিবার বক্রেশ্বরে সতীপীঠে পুজো দিতে আসেন দিলীপবাবু। তারপর বক্রেশ্বরেই একটি বেসরকারি আবাসনে দলীয় কর্মীদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সেই বৈঠকে দলের বীরভূম সাংগঠনিক জেলার বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে গরহাজির ছিলেন দলের বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা সহ তাঁদের অনুগামী নেতা-কর্মীরা। অনুপস্থিতির কারণ জানতে চেয়ে দুই নেতাকে ফোন করা হলেও তাঁরা কেউই ধরেননি। 

    লোকসভা ভোটে জেলায় দলের শোচনীয় ফলাফলের পরও রাজ্য নেতার বৈঠকে দলের জেলা নেতাদের একাংশের অনুপস্থিতিতে ফের দলের গোষ্ঠীকোন্দল অব্যাহত। দলেরই কর্মীদের একাংশের মুখে লবিবাজির সুর শোনা যাচ্ছে। তাঁদের দাবি, ধ্রুববাবু বা বিধায়কের রাজ্যের অন্য নেতাদের সঙ্গে যোগ রয়েছে। তাই তাঁরা সেই লবির হওয়ার কারণেই দিলীপবাবুর বৈঠকে ছিলেন না। যদিও এপ্রসঙ্গে দিলীপবাবু কোনও মন্তব্য করেননি। এদিন সন্ধ্যায় বক্রেশ্বর মন্দিরে আসেন দিলীপবাবু। সেখানে পুজো দেন তিনি। পুজো শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরজি কর হাসপাতালে চিকিৎসক খুন নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বারবার একজন প্রিন্সিপালকে বদলির পর তিনি সেখানে ফিরে গিয়েছেন। এই গোটা চক্রের বিষয়ে তিনি(মুখ্যমন্ত্রী) সবকিছু জানেন। এখন তাদের দলই মুখ রক্ষার খাতিরে ময়দানে নেমেছে। বলছে দোষীদের শাস্তি চায়। নিজেদের বিরুদ্ধেই বলছেন আমরা ফাঁসি চাই। মুখ্যমন্ত্রী কেন সেইসব লোকেদের বাঁচানোর চেষ্টা করছেন? টাকার জন্য? আজ বাংলার তথা গোটা দেশ প্রতিবাদে রাস্তায় নেমেছে। এই ঘটনার পেছনে বিশাল চক্রান্ত রয়েছে। প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় আঁচল দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন, তাঁকে সিবিআই ধরেছে। এবার সব তথ্য বেরিয়ে আসবে। যারা এই অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বাঁচানোর জন্য প্রাণ লাগিয়ে দিয়েছেন তৃণমূলের নেতারা। অনেক নেতা কোটায় নিজেদের ছেলেমেয়েদের সেখানে ঢুকিয়েছেন। নিহত চিকিৎসক ছাত্রীর ডায়েরি উদ্ধার করে পুলিস। সেই ডায়েরি প্রসঙ্গে দিলীপবাবু বলেন, এর পিছনে বিশাল নেক্সাস জড়িয়ে রয়েছে। সন্দীপ ঘোষকে উল্টো টাঙিয়ে জেরা করলেই সব বেরিয়ে আসবে।
  • Link to this news (বর্তমান)