• সিউড়ি বিদ্যাসাগর কলেজে ‘বৃক্ষ-বন্ধন’ অনুষ্ঠান
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি বিদ্যাসাগর কলেজে শনিবার ‘বৃক্ষ-বন্ধন’ অনুষ্ঠান উদযাপন করলেন ইতিহাস বিভাগের পড়ুয়ারা। এই অনুষ্ঠানে গাছকে মানব শিশুর মতো স্নেহ ও ভালবাসা দিয়ে বড়ো করে তোলার অঙ্গীকার করলেন তাঁরা। গান, আবৃত্তি ও নাচের মাধ্যমে তাঁরা এই শপথ নেন।  রবীন্দ্রনাথের সৃষ্ট বৃক্ষরোপণ অনুষ্ঠানের আদলে বিভাগের ছাত্রীরা এই অনুষ্ঠান পরিবেশন করেছিলেন। ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম-এর প্রশস্তির সঙ্গে ক্রমান্বয়ে পরিবেশিত হয় ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘মোর ভাবনায়’, ‘পাগলা হাওয়ার বাদল দিনে’, ‘আজি ঝড়ো ঝড়ো মুখর’ সঙ্গীত ও নৃত্য। কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন অধ্যক্ষ তপনকুমার পরিচ্ছা ও অধ্যাপক অমিয় ঘোষ। ইতিহাস বিভাগের অধ্যাপক পার্থশঙ্খ মজুমদার বলেন, পড়াশোনার পাশাপাশি এধরনের মনোজ্ঞ অনুষ্ঠান গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানটি আর জি করের ঘটনায় নিহত তরুণী চিকিৎসকের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।
  • Link to this news (বর্তমান)