• প্রতিষ্ঠা দিবসে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান হয়নি, বিতর্ক
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের। রেজিস্ট্রার সাসপেন্ড, অশিক্ষক কর্মীদের অবস্থান, শিক্ষক আধিকারিকদের বেতন পেতে বিলম্ব সহ বিভিন্ন বিষয় নিয়ে গত কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ে জটিলতা চলছে। তারই মাঝে এবার নতুন করে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালনে মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান না করা নিয়ে বিতর্ক ছড়িয়েছে। শনিবার মনীষীর ওই পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন প্রাক্তন সাংসদ তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালনে পঞ্চানন বর্মার ছবিতে মাল্যদান করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সামনে এত বড় একটা মূর্তি থাকতে কেন সেখানে মাল্যদান করা হল না? যদিও এবিষয়ে উপাচার্য নিখিলচন্দ্র রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    উল্লেখ্য, এবারই প্রথম ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। ইতিপূর্বে ১২ ডিসেম্বর দিনটিকে পালন করা হতো। পার্থপ্রতিমবাবু বলেন, একজন পঞ্চানন অনুরাগী হিসেবে এদিন আমি বিশ্ববিদ্যালয়ের সামনে থাকা মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেছি। শুনেছি, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান হয়েছে। সেখানে মনীষী পঞ্চানন বর্মার ছবিতে মাল্যদান করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁর এত বড় একটা মূর্তি থাকতে কেন সেখানে মাল্যদান করা হল না তা নিয়ে প্রশ্ন উঠেছে? সেই কারণেই বিবেকের ডাকে আমি এদিন মাল্যদান করেছি। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিখিলচন্দ্র রায়কে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেনি। মেসেজ করেও কোনও উত্তর পাওয়া যায়নি।  পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন পার্থপ্রতিম রায়ের। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)