• বৃহন্নলাদের মনসাপুজো জলপাইগুড়িতে
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, জলপাইগুড়ি: অন্যান্যবারের মতো এবারও জলপাইগুড়ির উত্তর রায়কতপাড়ায় বৃহন্নলাদের মনসাপুজোয় সর্বজনীন রূপ দেখা গেল। পাঁচদিন ধরে চলা পুজোতে শামিল হচ্ছেন এলাকার আট থেকে আশি। প্রতিমা দর্শনে আসছে দূরদূরান্ত থেকে বহু মানুষ। এবার এঁদের পুজো এগারো বছরে পড়ল। জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা পিপাসা হিজরা জানান, শুক্রবার অধিবাসের মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়েছে। শনিবার মনসাদেবীর পুজো হল। রবিবার চাঁদ সদাগরের পুজো করা হবে। এদিন সকাল থেকেই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মা মনসার নাম-কীর্তন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)