• হরিরামপুরে গণধর্ষণ, গ্রেপ্তার পাঁচ
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: হরিরামপুরের আরাজি কসবা এলাকায় মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাঁচজন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি কসবা এলকায়।

    নির্যাতিতার স্বামীর প্রায় তিন বছর আগে মৃত্যু হয়েছে। চার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তিনি বাড়িতে একাই থাকতেন। নির্যাতিতার অভিযোগ, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ বারান্দায় শুয়ে ছিলেন। কয়েকজন যুবক মুখ বেঁধে বাড়ি থেকে কিছু দূরে বাঁশবাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। পরে নির্যাতিতাকে সেখানে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। শুক্রবার রাতে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ হওয়ার পর পুলিস শারীরিক পরীক্ষা করাতে নির্যাতিতাকে হাসপাতালে পাঠায়। তারপর গ্রামে গিয়ে পাঁচ অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে পুলিস। শনিবার অভিযুক্তদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে। মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, এক আদিবাসী মহিলা গণধর্ষণের অভিযোগ করেছেন হরিরামপুর থানায়। ঘটনার সঙ্গে কতজন জড়িত ছিল জানতে তদন্ত শুরু হয়েছে। গ্রামে মহিলার নিরাপত্তা নিশ্চিত করেছি আমরা। নির্যাতিতা বলেন, বাড়িতে একা থাকার সুযোগে গ্রামের কয়েকজন যুবক বাঁশবাগানে নিয়ে গিয়ে আমাকে গণধর্ষণ করে। তাদের দৃষ্টান্তমুলক শাস্তির আবেদন করেছি পুলিস, প্রশাসনের কাছে।
  • Link to this news (বর্তমান)