• আলিপুরদুয়ারে প্যাঙ্গোলিন পাচারের দায়ে দু’জনের পাঁচ বছরের কারাদণ্ড
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: জীবন্ত প্যাঙ্গোলিন পাচারের দায়ে ঘটনায় আলিপুরদুয়ার আদালত শনিবার দু’জনকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল। সাজাপ্রাপ্তরা হল আলাউদ্দিন আলি ও মিরাজ রহমান। প্রথম জনের বাড়ি শামুকতলা থানার নুরপুর গ্রামে। দ্বিতীয় জনের বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে। পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি ধৃতদের ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। শনিবার আদালতের ওই সাজার কথা জানিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। বনদপ্তর জানিয়েছে, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর জাতীয় উদ্যানের কোদালবস্তি রেঞ্জের রাস্তা থেকে একটি জীবন্ত প্যাঙ্গোলিন পাচারের সময় ওই দু’জন গ্রেপ্তার হয়। কোদালবস্তি রেঞ্জের রেঞ্জার ধীরাজ কামির নেতৃত্বে এই অভিযান হয়। ধৃতদের বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণী আইনে মামলা করে বনদপ্তর। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, শনিবারের ওই সাজা নিয়ে এই বছর আদালত বন্যপ্রাণী ও কাঠ পাচারের আটটি ঘটনায় ধৃতদের সাজা দিল। এর মধ্যে তিনটি কাঠ ও পাঁচটি বন্যপ্রাণী পাচারের ঘটনায় দুষ্কৃতীদের সাজা দিল আদালত। প্যাঙ্গোলিন পাচারে আদালত শনিবার দুই ব্যক্তিকে পাঁচ বছরের সাজা দেওয়ায় আমরা আরও খুশি। আশা করছি আদালতের এই রায়ে বন্যপ্রাণী ও কাঠ পাচারের ঘটনা থেকে সাধারণ মানুষ সাবধান হবে।
  • Link to this news (বর্তমান)