• দু’টি ফৌজদারি মামলা থেকে খালাস ৮ বাম ছাত্রযুব নেতা
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাক্ষ্য‑প্রমাণের অভাবে দু’টি পৃথক ফৌজদারি মামলায় আট বাম ছাত্রযুব নেতাকে বেকসুর খালাস দিল আদালত। শনিবার ব্যাঙ্কশাল আদালত জামিনে থাকা ওই অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি দেয়। মুক্তিপ্রাপ্তদের তরফে আইনজীবী ইয়াসিন রহমান বলেন, পুলিস আমাদের মক্কেলদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করেছিল, আদালতের রায়েই তা প্রমাণিত হল। কোর্টের রায়ে আমরা খুশি।

    আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে তালতলা থানা এলাকায় এক বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে কর্মরত পুলিসকে নিগ্রহের অভিযোগ ওঠে। সেই ঘটনায় পুলিস অভিযুক্ত পাঁচ বাম ছাত্রযুবর বিরুদ্ধে বেআইনি জমায়েত ও পুলিস নিগ্রহ সহ একাধিক ধারায় মামলা দায়ের করে। পুলিস তদন্ত শেষ করে চার্জশিট দেয়। সেই মামলায় এদিন আদালত পাঁচজনকে বেকসুর খালাস দেয়। অন্যদিকে, চলতি বছরে তালতলা এলাকায় বিভিন্ন দাবিতে বামেদের বিরুদ্ধে বেআইনি জমায়েতের অভিযোগ ওঠে। সেই মামলায় তিন যুব নেতাও এদিন প্রমাণের অভাবে মামলা থেকে অব্যাহতি পান।
  • Link to this news (বর্তমান)