• হাসপাতালে ভাঙচুর: ধৃত বেড়ে ৩০
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত তৌসিফ ঘটনার পর কেটে ফেলেছিল পনিটেল। চুল কেটে পরের দিন হাসপাতালে দেখতে এসেছিল, ভিতরে কী হচ্ছে। ভিড়ে মিশে ইমার্জেন্সিতেও গিয়েছিল। এলাকায় রীতিমতো দাপিয়ে ঘুরে বেড়াচ্ছিল। যদিও স্থানীয় লোকেরাই পুলিসের কাছে ওই যুবককে চিনিয়ে দেন। ওই যুবকের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও পাঁচজনকে। ফলে ভাঙচুরের ঘটনায় এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা হল ৩০। 

    আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের ছবি হাসপাতালে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ছবি সংবাদমাধ্যমে প্রকাশ করে লালবাজার। পুলিস কমিশনার শুক্রবার জানান, যে কেউ অভিযুক্তদের বিষয়ে পুলিসের কাছে তথ্য দিতে পারেন। এরপরই এলাকার বাসিন্দারা তৌসিফ ও রোহিত সাহা নামে দু’জনকে চিহ্নিত করে পুলিসকে জানান। পরে পুলিস তাদের গ্রেপ্তার করে। ধৃতরা জেরায় পুলিসকে জানিয়েছে, স্থানীয় এক নেতার কথা মতো তারা হাসপাতালে গিয়েছিল। বেলগাছিয়া এলাকায় তারা জমায়েত করেছিল। সেখান থেকে তারা আসে আর জি কর হাসপাতালে। তার সঙ্গে আসা বাকিদের সে চিনত। একসঙ্গে জিম করার সুবাদে তাদের পরিচয় হয়েছিল। জানা যাচ্ছে, এই দুই অভিযুক্ত এলাকায় তোলাবাজির সিন্ডিকেট চালাত। বাকিদের ধরা হয় বেলগাছিয়া দমদম এলাকা থেকে।
  • Link to this news (বর্তমান)