• আর জি কর চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা কলকাতা পুলিসের
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদে উত্তাল রাজ্য। প্রায় প্রতিদিনই বিভিন্ন কর্মসূচিতে ‘বিঘ্নিত’ হচ্ছে হাসপাতাল সংলগ্ন এলাকার সুষ্ঠু পরিবেশ। চলছে হাসপাতালে সামনে অযথা জমায়েত। ফলে, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা। তাই, মানুষের সুরক্ষা ও রোগী চিকিৎসা পরিষেবার স্বার্থে আর জি কর হাসপাতাল চত্বরে আগামী এক সপ্তাহ যে কোনও ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিস। শনিবার সন্ধ্যায় কলকাতা পুলিসের তরফে জারি করা এক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি (পুরানো ১৪৪ ধারা) ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত হাসপাতাল সংলগ্ন এলাকায় জমায়েত করা যাবে না। মূলত, বেলগাছিয়া রোড, শ্যামবাজার পাঁচমাথার মোড়, জে কে মিত্র রোডে একসঙ্গে পাঁচজন বা তার বেশি কেউ জমায়েত করতে পারবে না। তাছাড়া, লাঠি, অস্ত্র নিয়ে এই এলাকায় যাওয়া পুরোপুরি নিষিদ্ধ। 

    প্রসঙ্গত, আজ, রবিবার শহরে মিছিল-সমাবেশের ডাক দিয়েছে একাধিক সংগঠন। তার মধ্যে অনেকগুলি মিছিলেরই আর জি কর হাসপাতাল বা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আসার কথা।
  • Link to this news (বর্তমান)