• গাইঘাটায় তৈরির দশদিনের মধ্যেই বড় বড় গর্ত রাস্তায়, আরটিআই যুবকের
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: রাস্তা তৈরির দিন দশেক বাদেই উঠে যাচ্ছে পিচ। তৈরি হয়েছে বড় বড় গর্ত। কয়েকদিনের বর্ষায় রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। বাসিন্দাদের দাবি, রাস্তা তৈরিতে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এমন অভিযোগে জেলাশাসককে চিঠি দিলেন স্থানীয় এক যুবক। রাস্তা তৈরির জন্য প্রকৃত কত অর্থ খরচ হয়েছে, তা জানতে আরটিআই করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে গাইঘাটা ব্লকের শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলপুর এলাকায়। জানা গিয়েছে, গাইঘাটা ব্লকের শিমুলপুর পঞ্চায়েতের শিমুলপুর মোড় থেকে কালীবাড়ি পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিল। বারবার আবেদন করার পর পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তাটি তৈরি হয়েছে। তৈরি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা। প্রায় ৬৭ লক্ষ টাকা ব্যয়ে ২৩০০ মিটার রাস্তার কাজ গত মার্চ মাসে শুরু হয়। দিন দশেক আগে রাস্তাটি নির্মাণের কাজ শেষ হয়েছে। অভিযোগ, এর মধ্যেই রাস্তার পিচ উঠে গিয়েছে।

    এলাকার যুবক প্রসেনজিৎ দেব উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে অভিযোগ করেছেন যে, রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রাস্তার জন্য কত টাকা খরচ হয়েছে, তা জানতে আরটিআই করেছেন তিনি। রাস্তার জন্য প্রকৃত খরচ কত হয়েছে, তা নিয়ে মতপার্থক্য রয়েছে। একই রাস্তার দু’মাথায় দু’টি ফলক বসানো হয়েছে বলে দাবি স্থানীয়দের। একটি ফলকে লেখা রয়েছে প্রায় ৬৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হল এই রাস্তা। আরেকটি ফলকে লেখা রয়েছে প্রায় ৬৬ লক্ষ টাকায় রাস্তাটি তৈরি হয়েছে। এবিষয়ে অভিযোগকারী যুবক প্রসেনজিৎ দেব বলেন, অতি নিম্নমানের সামগ্রী দিতে রাস্তা তৈরি হয়েছে। মাত্র দশ দিনেই রাস্তায় গর্ত হয়ে গেল। এবিষয়ে গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, আমার কাছে রাস্তাটি নিয়ে একটি অভিযোগ এসেছে। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা রাস্তাটি করেছে। আমি ওই সংস্থার ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানিয়েছি। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। 
  • Link to this news (বর্তমান)