• কালীপুজোর পরেই দামোদরের উপর ‘শিল্প সেতু’ তৈরির কাজ শুরু হবে
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দামোদর নদের উপর কৃষক সেতুর বেহাল অবস্থা। বর্ধমান শহরের সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি এবং বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অংশের যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। কিন্তু ৫০ বছরের বেশি পুরনো এই সেতু বর্ষায় খানাখন্দে ভরে গিয়েছে। তাই উন্নত যোগাযোগের স্বার্থে কৃষক সেতুর পাশেই নতুন একটি সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর নাম হবে শিল্প সেতু। রাজ্য বাজেটেই এই সেতু নির্মাণের কথা ঘোষণা করেছিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই কাজ দ্রুত শুরু করতে কোমর বেঁধে নেমেছে রাজ্য পূর্তদপ্তর। সূত্রের খবর, এই প্রকল্পের জন্য ইতিমধ্যে দরপত্র ডাকা হয়েছে। কালী পুজোর পরই সেতু তৈরির কাজ শুরু হয়ে যাবে বলে জানাচ্ছেন রাজ্যের আধিকারিকরা। চার লেনের ৬৪০ মিটার দীর্ঘ এই সেতু তৈরি করতে খরচ ধরা হয়েছে প্রায় ২৩৫ কোটি টাকা। দরপত্র সংক্রান্ত প্রক্রিয়া শেষ হলেই কাজ শুরু হয়ে যাবে। 

    বর্ধমানের পাশাপাশি হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই সেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে কৃষক সেতুর অবস্থা এতটাই খারাপ যে সংস্কার বা মেরামতির জন্য অধিকাংশ সময় তা বন্ধ রাখতে হয়। চূড়ান্ত নাকাল হতে হয় লক্ষাধিক জেলাবাসীকে। এই সমস্যার পাকাপাকি সমাধান করতেই শিল্প সেতুর পরিকল্পনা করে রাজ্য সরকার।
  • Link to this news (বর্তমান)