• টাকা আত্মসাতের অভিযোগ কোম্পানির কর্মচারীর বিরুদ্ধে
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: একটি মাইক্রোফিন্যান্স কোম্পানি থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ওই কোম্পানির কোষাধ্যক্ষের বিরুদ্ধে। এর ফলে সাধারণ গ্রাহকদের টাকা পেতে সমস্যা হচ্ছে। অভিযোগ জাগরণী নামের ওই কোম্পানির তিনজন অংশীদার শুভঙ্কর মণ্ডল নামে ওই ব্যক্তির নামে চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও শুভঙ্করবাবু বর্তমানে ওই কোম্পানির কোষাধ্যক্ষের পদে নেই। ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব সেন বলেন, শুভঙ্কর মণ্ডল কোষাধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করার সময় টাকার হিসেব মিলিয়ে দিয়ে যাননি। তিনদিনের মধ্যে সেই হিসেব দেওয়ার কথা থাকলেও তিনি দেননি। তারপর থেকে আর তিনি যোগাযোগও করছেন না। আমরা এর শাস্তি চাই। অন্যদিকে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই শুভঙ্কর মন্ডল বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমি সব হিসেব দিয়ে এসেছিলাম। এখন সেগুলি লোপাট করে আমাকে ফাসানের চেষ্টা করা হচ্ছে। আমিও আইনের দ্বারস্থ হব।
  • Link to this news (বর্তমান)