• আরজি কর ইস্যুতে মমতা পাশে পেলেন অখিলেশকে
    এই সময় | ১৮ আগস্ট ২০২৪
  • মণিপুস্পক সেনগুপ্ত

    আরজি কর ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা, সাংসদ অখিলেশ যাদব। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। অন্য মহিলাদের দুঃখ, যন্ত্রণা উনি বোঝেন। তাই আরজি কর ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। সিবিআই তদন্তের দাবি ছিল, সেটাও হচ্ছে। কিন্তু বিজেপি এটা নিয়ে যেভাবে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, সেটা বন্ধ হওয়া প্রয়োজন।’অখিলেশ এদিন খোলাখুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেও কিছুটা ভিন্ন সুর শোনা গিয়েছিল ‘ইন্ডিয়া’ জোটের সব থেকে বড় শরিক কংগ্রেসের গলায়। দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী ক’দিন আগেই দোষীদের আড়াল করার বিষয়ে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সূত্রের খবর, রাহুলের এই অবস্থান ‘ইন্ডিয়া’র অন্যান্য শরিকরা ভালোভাবে নেয়নি।

    শুক্রবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সে কারণেই ধর্মতলার সভামঞ্চ থেকে কংগ্রেসকে বিঁধে বলেছিলেন, ‘বিজেপির হাতের তামাক খাচ্ছে কংগ্রেস।’ এদিকে, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন আরজি করের তদন্ত নিয়ে কলকাতা পুলিশের বিরুদ্ধে কিছু বিস্ফোরক অভিযোগ করেছেন।

    নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত আমি জানতে পেরেছি তরুণী চিকিৎসকের ভিসেরা কলকাতা পুলিশ পাল্টে দিয়েছে।’ ঘটনাস্থল থেকে রক্তের নমুনা পুলিশ পাল্টে দিয়েছে বলেও সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন শুভেন্দু। যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে।
  • Link to this news (এই সময়)