• সুভাষ গ্রামে রেল অবরোধ, শিয়ালদা দক্ষিণে একাধিক শাখায় ব্যাহত ট্রেন চলাচল
    এই সময় | ১৮ আগস্ট ২০২৪
  • রেল অবরোধ শিয়ালদা দক্ষিণ শাখায় সুভাষ গ্রাম স্টেশনের কাছে। রবিবার সকালে রেল অবরোধের কারণে ভোগান্তি যাত্রীদের। বারুইপুর, লক্ষীকান্তপুর, ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে রেল সূত্রে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, রেল অবরোধ এখনও চলছে।জানা গিয়েছে, রবিবার বারুইপুর লোকাল বাতিল করার ঘটনার প্রতিবাদে ট্রেন অবরোধ করেন স্থানীয় মহিলা যাত্রীরা। সুভাষ গ্রামে সকাল প্রায় ৭টা থেকে ট্রেন অবরোধের সামিল হয়েছেন তাঁরা। এদিন সকালের ৬.১৩ বারুইপুর লোকাল আচমকা বাতিল করে দেয় রেল। রেলের তরফে জানানো হয়, যান্ত্রিক গোলযোগের কারণেই ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যেই শোনা যায় ভিড়ে ঠাসা একটি ট্রেন থেকে পড়ে গিয়ে এক মহিলা যাত্রী আহত হয়েছেন। প্রতিবাদে মহিলা যাত্রীরা ট্রেন অবরোধের সামিল হয়েছেন। এর ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ।

    রেল অবরোধের কারণে বারুইপুর, লক্ষীকান্তপুর, ডায়মন্ড হারবার, নামখানা-কাকদ্বীপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। কেবলমাত্র শিয়ালদা থেকে সোনারপুর, ক্যানিং, বজবজ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ যাত্রীদের। ছুটির দিন হলেও রবিবার সকালের দিকে ট্রেনে ভালোই ভিড় থাকে। বিশেষত, বিভিন্ন সবজি, মাছ ব্যবসায়ীরা সকালের ট্রেনে যাতায়াত করে থাকেন। আচমকা বারুইপুর ট্রেন বাতিল করে দেওয়ার কারণে ক্ষোভে ফেটে পড়েন নিত্য যাত্রীরা।

    অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফ। তাঁদের সঙ্গে মহিলা যাত্রীদের বচসা শুরু হয়ে যায়। স্টেশন চত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেই প্রতিশ্রুতি দিতে হবে পুলিশকে। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে আন্দোলনকারীদের চাপে পিছু হটে পুলিশ। দুপুরের মধ্যে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে, এই মর্মে লিখিত প্রতিশ্রুতির দেওয়ার কথা জানান বিক্ষোভকারীরা। অবরোধ চলাকালীন বৃষ্টি শুরু হয়। এর মাঝেই ছাতা মাথায় দিয়ে রেল অবরোধ চালিয়ে যান মহিলা যাত্রীরা। রেলের তরফ থেকে অবরোধ তুলে নেওয়ার আবেদন করা হলেও নাছোড়বান্দা যাত্রীরা।
  • Link to this news (এই সময়)