• 'মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন', বিস্ফোরক অভিযোগ আরজি কর কাণ্ডের নির্যাতিতার বাবার
    আজ তক | ১৮ আগস্ট ২০২৪
  • আরজি কর কাণ্ড নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মৃত চিকিৎসক তরুণীর বাবা। তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন। নির্যাতিতার বাবা বলেন, মুখ্যমন্ত্রী একদিকে রাস্তায় নামছেন বিচার চেয়ে আবার অন্যদিকে সেই তিনিই আবার আন্দোলন রোখার চেষ্টা করছেন। 

    মৃত চিকিৎসক তরুণীর বাবা বলেন, 'মুখ্যমন্ত্রী অনেক কথা বলছেন। একদিকে তিনি দোষীর সাজা চেয়ে মিছিল করছেন। আবার অন্যদিকে সেই তিনিই আবার আন্দোলন রুখে দেওয়ার চেষ্টা করছেন। এইরকম দ্বিচারিতা কেন? তিনি কি তাহলে সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন? আমাদের এই নিয়ে প্রশ্ন আছে।' 

    নির্যাতিতার বাবার অভিযোগ,'যাঁরা অবাধে প্রতিবাদ করছেন, মুখ্যমন্ত্রী তাঁদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন। তিনি নিজেও রাস্তায় প্রতিবাদ করছেন। আবার প্রতিবাদ যাতে না হয় সেই সব ব্যবস্থাও করছেন।'

    অন্যদিকে নির্যাতিতার মা বলেন, 'আমরা রাজ্যের জনগণকে একটি বার্তা দিতে চাই। যে বা যাঁরা কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছেন, তাঁদের এই প্রকল্পের সুবিধে নেওয়ার আগে নিজেদের সুরক্ষার বিষয়ে দু'বার ভাবা উচিত।'
    তিনি আরও বলেন,'যাঁরা দোষী তাঁদের কঠোর শাস্তি দাবি করছি। তারপর আমি রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করব। কিন্তু ন্যায়বিচার হওয়ার আগে নয়।'
      
    এদিকে গত ১৪ অগাস্ট আরজি করে যে হামলা হয় তার তদন্তভার হাতে নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেদিন রাতে হাসপাতালে ভাঙচুরের পর টালা, উল্টোডাঙ্গা ও শ্যামপুকুর স্টেশনে পৃথক মামলা দায়ের হয়েছিল। সেই  মামলায় এখনও পর্যন্ত মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই তিন থানা থেকে তদন্তের দায়িত্ব নেয় গোয়েন্দা বিভাগ। অ্যান্টি রাউডি বিভাগ এই বিশেষ মামলার তদন্ত চালিয়ে যাবে। তারা রিপোর্ট করবে গোয়েন্দা বিভাগকে। 

    এদিকে আজ আরজি কর কাণ্ডের জেরে ডার্বি বাতিল হয়েছে। বিকেল ৫ টা থেকে যুবভারতীর ৩ নম্বর গেট থেকে মিছিল হওয়ার কথা। তবে সেই মিছিলে কিছু দুষ্কৃতী থাকতে পারে। এমনটাই জানানো হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে। ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যদিও দুই দলের সমর্থকরা জানিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন।
  • Link to this news (আজ তক)