• 'প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় আঁচল দিয়ে বাঁচাবার চেষ্টা করছে...'
    ২৪ ঘন্টা | ১৮ আগস্ট ২০২৪
  • প্রসেনজিত্‍ মালাকার: আরজি কর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। শনিবার সন্ধ্যায় বীরভূমের বক্রেশ্বরে আসেন তিনি। সেখানেই একটি বেসরকারি লজে কর্মীদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'এই ঘটনা রাজ্যের বুকে একটি ব্ল্যাক স্পট। এর পিছনে বিরাট চক্রান্ত আছে আমরা আগেই বলেছিলাম। যা ধীরে ধীরে প্রকাশ হচ্ছে। প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঁচল দিয়ে বাঁচাবার চেষ্টা করছে। তাঁকে সিবিআই ধরেছে সব সত্য সামনে আসবে।'

    তিনি আরও বলেন, 'আরজি করের গন্ডগোল আজ নয় বহু বছরের। এরপর আগেও অনেকে আত্মহত্যা করেছেন মানে খুন হয়েছেন মহিলা পুরুষ ডাক্তাররা, আত্মহত্যা বলে দেখানো হয়েছে। এখন দেখা যাচ্ছে ওখানে যাঁরা এই অপকর্ম করে তাঁরা সব তৃণমূলের সেল্টারে আছে। ধীরে ধীরে তৃণমূলের নেতারা তাদের সমর্থন করছে।'

    'মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ লাগিয়ে দিয়েছেন দুষ্কৃতকারীদের বাঁচাতে। কিসের স্বার্থে?  কেন? তাহলে কি টাকা পয়সা? আমার মনে হয় এখন সরকারের প্রাণ ভ্রমরা আরজিকরে লুকিয়ে আছে। তাঁর নেতারা কোটার সিটে ছেলে মেয়েদের ভর্তি করেছে। তাঁরা সেখানে চাকরি করছে। দুজন নেতার ছেলে এখনও ওখানে আছে। একজন নেতার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা বলতে গেলে পার্টি তাঁকে সরিয়ে দিয়েছে। শান্তনু সেন তার বিবেকের ডাক শুনেছিল বলে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। যাঁরা এটাকে সাপোর্ট করছে তাঁরা দেখুন বাংলাদেশে তাঁদের উল্টো করে ঝোলানো হচ্ছে।' 

     দিলীপ বলেন, 'কাল আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন কার বিরুদ্ধে কেন করছেন কিছুই বুঝতে পারলাম না। আর বহু সেলিব্রেটি তাঁর সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। আমি ওই সেলিব্রিটিতে জিজ্ঞেস করতে চাই এই ঘটনা আপনার বাড়ির মহিলাদের সঙ্গে হলে ছবি তুলতে পারতেন। তিনি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজে বাঁচতে চাইছেন। আপনাদের কি বাধ্যবাধকতা আছে? যদি মনে হয় ফাঁকা আছে তাহলে জান ওই মহিলার বাড়িতে।' 'এখন কোথাও সিপিএম কোথাও বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। দোষী কে সাজা না দিয়ে তথ্য গোপন করা হচ্ছে। সিবিআই যাতে না আসুক তার প্রচেষ্টা করা হচ্ছে। বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। ট্রান্সফার করা হচ্ছে ডাক্তারদের।কিন্তু এটা ভুলে গেলে চলবে না যেমন বাংলাদেশের সাধারণ এগিয়ে এসেছিল৷ আজ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই নিশংস হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন। আমার মনে হয় সত্যকে সামনে না আনলে একদিন এই সরকারকে সরিয়ে দিয়ে সত্য সামনে আসবেই।'

    দিলীপের দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ভুল করে যাচ্ছেন। তুমি যেটা চান তার স্লোগান এর মাধ্যমে বেরিয়ে এসে গেছে 'নির্যাতিতার ফাঁসি চাই'। তিনি কাদের ফাঁসি দিতে চান?  যারা অন্যায় করেছে তাদেরকে নির্যাতিতাকে সমর্থন করছে তাদেরকে ফাঁসি দিতে।'

    নির্যাতিতার ডায়েরি বাবার বক্তব্য নিয়ে--- 'পুলিস অনেক কিছুই গোপন করেছে। অনেক তথ্য লুকানো হয়েছে। সিবিআই লেগেছে। খালি ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কে জিজ্ঞাসাবাদ করলে অনেক সত্য সামনে আসবে। এর পেছনে বিশাল নেক্সাস আছে। কোটি কোটি টাকার ব্যাপার আছে। অনেক অবৈধ কাজ, অসামাজিক কাজ হাসপাতালে হয় সেটা সবাই জানত। না হলে ওই সন্দীপ ঘোষ কে বারবার ট্রান্সফার করে কিভাবে ফিরে আসছে?  কি এমন স্বার্থ আছে? মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাঁচানোর চেষ্টা করছেন। তিনি সব জানেন। সব সামনে আসবে।'

    পার্থ ভোমিক বলেছেন আরজি করের হামলার ঘটনা নাকি শুভেন্দুর চক্রান্ত --- 'পার্থ ভৌমিকের যদি দম থাকে তদন্ত করান না। আগে নিজেদের বিধায়কদেরকে বাঁচান সিবিআর হাত থেকে। আবোল তাবোল বলে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পাগলামি করে মানুষকে ভোলাতে পারবেন না। এই পুরনো জামা করে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার বেঁচে গিয়েছেন আর বাঁচতে পারবেন না। আর যারা তোমাদের এই অন্যায়কে সমর্থন করছে এদেরকে ক্ষমা করবে না।'

     

  • Link to this news (২৪ ঘন্টা)