• 'গ্রেগ চ্যাপেলই ঠিক ছিলেন', RG করে বর্বরতার পরে রোষের মুখে 'ধান্দাবাজ' সৌরভ
    হিন্দুস্তান টাইমস | ১৮ আগস্ট ২০২৪
  • ‘গ্রেগ চ্যাপেলই ঠিক ছিলেন’- আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় একাংশের রোষের মুখে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ঘটনার প্রেক্ষিতে প্রাথমিকভাবে তিনি যে মন্তব্য করেছিলেন, তাতেই চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ। পরে নিজের সেই মন্তব্য নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাফাই দিলেও কোনও লাভ হয়নি। বরং তাঁকে 'ধান্দাবাজ' বলেও কটাক্ষ করা হয়েছে। যদিও অনেকেই সৌরভের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য, সৌরভ যে কথাটা বলেছেন, তা পুরোটা শোনা উচিত। তাঁর কথার একাংশকে তুলে ধরে অহেতুক আক্রমণ শানানো হচ্ছে বলে দাবি করেছেন নেটিজেনদের ওই অংশ।  

    তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তীব্র নিন্দা করে গত ১১ অগস্ট দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছিলেন সৌরভ। তিনি জানিয়েছিলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। হাসপাতালে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু ওরকম ঘটনা যে কোনও জায়গায় ঘটতে পারে। 

    সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন যে একটি ঘটনা নিয়ে সার্বিকভাবে পশ্চিমবঙ্গকে বিচার করা ঠিক হবে না। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম লজ্জাজনক ঘটনা ঘটছে। সর্বত্র কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে।

    আর সেই মন্তব্যেই চটে যান নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, ‘সাধারণ মানুষ আপনাকে রাজা নয়, মহারাজা বানিয়েছিলেন, কারণ তাঁরা আপনার মেরুদণ্ড সম্পর্কে সজাগ থাকেননি। আমাদের দেশে আমরা খুব সহজেই মানুষকে হিরো আর ভগবান বানিয়ে ফেলি। এই ভাবনা ত্যাগ করতে হবে এবার।’


    এক নেটিজেন আবার বলেন, ‘গ্রেগ চ্যাপেল স্যারকে অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি। আপনিই প্রথম চিনেছিলেন ধান্দাবাজকে।’ একইসুরে এক নেটিজেন আবার ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন কোচ চ্যাপেলের ছবি পোস্ট করে লেখেন, ‘ তোরা এতদিনে চিনলি ওঁকে। আমি তো প্রথম দিন থেকেই চিনে গিয়েছিলাম।’ চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় আবার লেখেন, ‘তফাৎটা মেরুদণ্ডের। অনেক আগে চ্যাপেল বুঝেছিলেন।’ একজন বলেন, ‘গ্রেগ চ্যাপেলই ঠিক ছিলেন। আমরা সাধারণ মানুষই গাধা ছিলাম। আবেগে অন্ধ ছিলাম।’

    বিতর্কের মধ্যেই শনিবার সৌরভ দাবি করেন যে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আগেও স্পষ্টভাবে জানিয়েছিলেন যে ভয়ংকর ঘটনা ঘটেছে। লজ্জাজনক ঘটনা এটা। ভবিষ্যতে যাতে কেউ এরকম করতে না পারে, সেজন্য দোষীদের কঠোর শাস্তি দেওয়া উচিত বলে জানান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।


    সৌরভ সেই সাফাই দিলেও নেটিজেনদের একাংশ রোষের মাত্রা কমেনি। যদিও কেউ-কেউ তাঁর পাশেও দাঁড়িয়েছেন। তেমনই এক নেটিজেন বলেন, ‘সৌরভের পুরো কথার ভিডিয়োটা দেখুন। তারপর পোস্ট করুন। সৌরভ একবারও কাউকে বা কোনও অপরাধীকে সাপোর্ট করেননি। বরং অপরাধীর কঠোর শাস্তি চেয়েছেন। বলেছেন যে ওই একটা ঘটনা দিয়ে দেশ বা রাজ্যকে বিচার করা যায় না।’

    আরও পড়ুন: MHA seeks 2-hourly report from states: আইন-শৃঙ্খলার কী হাল? প্রতি ২ ঘণ্টায় রিপোর্ট চাই, রাজ্যকে অর্ডার শাহদের, খুশি BJP
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)