• আরজি করে আগেও একাধিক চিকিৎসক খুন হয়েছেন, আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছেন অধ্যক্ষ
    হিন্দুস্তান টাইমস | ১৮ আগস্ট ২০২৪
  • আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণ নিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সন্ধ্যায় বীরভূমের বক্রেশ্বরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সেরে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বলেন, এর আগেও আরজি করে চিকিৎসক খুন হয়েছে। সেগুলোকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। এবারও সেই চেষ্টা চলছিল।

    দিলীপবাবু বলেন, ‘আরজি করের গন্ডগোল আজ নয়, বহু বছরের পুরনো। আগেও সেখানে বহু চিকিৎসক খুন হয়েছেন। তার মধ্যে মহিলা ডাক্তাররাও রয়েছেন। সেগুলোকে আত্মহত্যা বলে দেখানো হয়েছে। এখন দেখা যাচ্ছে ওখানে যারা এই অপকর্ম করে তারা সব তৃণমূলের শেল্টারে আছে। তৃণমূলের নেতারা তাদের সমর্থন করছে। ’

    দিলীপবাবু বলেন, ‘এই ঘটনা রাজ্যের বুকে একটি কালো দাগ। আমরা আগেই বলেছিলাম এর পিছনে বিরাট চক্রান্ত আছে। যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঁচল দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন। তাঁকে সিবিআই ধরেছে। সব সত্য সামনে আসবে।’

    দিলীপবাবুর হুঁশিয়ারি, ‘এখন কোথাও সিপিএম, কোথাও বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। দোষীকে সাজা না দিয়ে তথ্য গোপন করা হচ্ছে। সিবিআই যাতে না আসে তার চেষ্টা করা হচ্ছে। ঘর ভেঙে দেওয়া হচ্ছে। ট্রান্সফার করা হচ্ছে ডাক্তারদের। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যেমন বাংলাদেশের সাধারণ এগিয়ে এসেছিল৷ আজ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই নৃশংস হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে। সত্যকে সামনে না আনলে একদিন এই সরকারকে সরিয়ে দিয়ে মানুষ সত্য সামনে আনবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)