আরজি কর কাণ্ডে প্রতিবাদের আওয়াজ উঠেছে গোটা দেশ জুড়ে। চলচ্চিত্র জগতের ব্যক্তিরাও সামিল হচ্ছেন প্রতিবাদে। দোষীদের শাস্তির দাবিতে মিছিল করছেন তারকারাও। এবার আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে মুখ খুললেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী।আরজি কর কাণ্ড নিয়ে মিঠুন বলেন, ‘আমি আগে অনেকবার বলেছি, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ হয়ে উঠবে। কী বলব? বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি।’ আরজি করে মৃত চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন মিঠুন। মহাগুরু বলেন, ‘যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাড়াতাড়ি সবাইকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক, এটাই আমার কাছে সবথেকে বড় কামনা।’
‘উই ওয়ান্ট জাস্টিস’ দাবি তুলে রবিবার কলকাতার রাজপথে মিছিল করেন টলিউড তারকারাও। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, সৌরসেনি মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ একাধিক তারকা এদিন টেকনিশিয়ান স্টু়ডিয়ো থেকে মিছিল করেন। উল্লেখ্য, আরজি করে ঘটনা নিয়ে এর আগে টলিউড ছাড়িয়ে বলিউড তারকারাও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
অভিনেতা হওয়ার পাশাপাশি মিঠুন চক্রবর্তী বিজেপি নেতাও বটে। তাঁর বক্তব্য এদিন বিজেপির ফেসবুক প্রোফাইলে শেয়ার করা হয়। সোমবার থেকে বিজেপি লাগাতার আরজি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করতে চলেছে। আগামী ২০ অগস্ট থেকে ২৩ তারিখ পর্যন্ত লাগাতার ধরনা চলবে বিজেপির। সোমবার ধরনার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি। ঠিক হয়েছে, ভাগে ভাগে বিভিন্ন স্তরের নেতারা বসবেন ধরনায়। রাজ্য নেতৃত্বের সঙ্গে ২০ তারিখ এই ধরনায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা। আগামী ২১ অগস্ট রাজ্য বিজেপির সাংসদরা ধরনা দেবেন। আরজি কর কাণ্ড নিয়ে ক্ষোভের আঁচ জিইয়ে রাখতে চাইছে বিজেপি বলেই ধারণা রাজনৈতিক মহলে।