চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে SSKM-এ ভাঙচুর, আহত চিকিৎসক
এই সময় | ১৯ আগস্ট ২০২৪
আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এর মধ্যেই ফের সরকারি হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে SSKM হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ। ভাঙচুর করা হল ট্রমা কেয়ারে।জানা গিয়েছে, খিদিরপুরের বাসিন্দা এক ১৫ বছরের কিশোর ট্রমা কেয়ারে ভর্তি ছিলেন। রবিবার তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পরেই চিকিৎসকের গাফিলতির অভিযোগ তোলা হয়। অভিযোগ, রোগীর পরিবারের সদস্যরা এরপর ট্রমা কেয়ার বিভাগে ভাঙচুর চালায়। এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ।
ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। হাসপাতাল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওয়ার্ডে থাকা রোগীর আত্মীয়রা তিন-চারটে বেড উলটে ফেলে দেন। ওষুধপত্র ফেলে দেওয়া হয়। এক জুনিয়র ডাক্তার নিগৃহীত হন। সুব্রত শূর নাম এক জুনিয়র ডাক্তার আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও, রোগী মৃত্যুর ঘটনায় কোনও গাফিলতি সত্যিই ছিল কিনা, সেটাও দেখা হচ্ছে।
আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সরকারি হাসপাতালে ভাঙচুরের ঘটনা। প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে এক দল বহিরাগত আরজি কর হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায়। হাসপাতালের কোটি কোটি টাকার যন্ত্রপাতি, ওধুষ নষ্ট করে দেওয়া হয়েছে। আহত হন বেশ কিছু পুলিশ কর্মীরা। সেই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ৩০ জনের বেশি অপরাধীকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চার তলায় সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই। এর মধ্যেই ফের হাসপাতালে ভাঙচুর, ডাক্তারকে মারধরের ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।