• লালবাগ, ভগবানগোলায় স্বাধীনতা দিবস পালন
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, লালবাগ: ১৮ আগস্ট, রবিবার লালবাগের চকবাজার ও ভগবানগোলা স্বপনগড় মোড়ে স্বাধীনতা দিবস পালিত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন ওই দুই জায়গায় জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বীর শহিদদের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। জানা যায়, ১৪ আগস্ট মধ্যরাতে দেশভাগ ঘোষণার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে কয়েকজন বিশিষ্ট ভারতীয়ের প্রচেষ্টায় ১৭ আগস্ট রাতে মুর্শিদাবাদ আবার ভারতের অন্তর্ভুক্ত হয়। কিন্তু মুর্শিদাবাদবাসীর কাছে খবর আসে পরের দিন অর্থাৎ ১৮ আগস্ট। সেই কারণে এখনও অনেকে জাতীয় স্তরে স্বাধীনতা দিবস পালনের তিনদিন পর ১৮ আগস্ট স্বাধীনতা দিবস পালন করেন। মুর্শিদাবাদের নবাব বংশের বর্তমান প্রজন্মের সদস্য ওয়াকার আব্বাস মির্জা বলেন, দেশভাগের সময় মুর্শিদাবাদ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। তৎকালীন নবাব ওয়াসিফ আলি মির্জার প্রচেষ্টায় তিনদিন পর মুর্শিদাবাদ আবার ভারতের অন্তর্ভুক্ত হল। সেই কারণে ১৮ আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়ে আসছে।
  • Link to this news (বর্তমান)