• নবগ্রামে শিবপুর টোল প্লাজায় লরির ধাক্কায় চা বিক্রেতার মৃত্যু
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বহরমপুর: পণ্যবাহী ১৪ চাকার লরির ধাক্কায় মৃত্যু হল এক চা বিক্রেতার। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে ১২ নম্বর জাতীয় সড়কের উপর নবগ্রাম থানার শিবপুর টোল প্লাজায়। মৃতের নাম মাইনুদ্দিন শেখ (৩৫)।  বাড়ি নবগ্রাম থানার রাইন্ডায়। মাইনুদ্দিনকে ধাক্কা মারার পর টোল প্লাজা ভেঙে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। পিছনে ধাওয়া করে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ কিমি দূরে আখেরমিল এলাকায় গাড়িটি আটক করে বহরমপুর থানার পুলিস। চালক খালাসি পলাতক বলে জানিয়েছে নবগ্রাম থানার পুলিস। পরিবার সূত্রে জানা গিয়েছে, টোল প্লাজা থেকে দেড় কিমি দূরে বাড়ি মাইনুদ্দিন শেখ। বাড়ি থেকে চা তৈরি করে নিয়ে এসে টোল প্লাজায় রাতভর বিক্রি করতেন তিনি। শনিবার রাতে সাইকেলে আসছিলেন। টোল প্লাজা ঢোকার মুখে জঙ্গিপুরের দিক থেকে আসা লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে বেরিয়ে যায়। জাতীয় সড়কের টোল প্লাজার কর্মীরা মাইনুদ্দিনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। মৃতের দিদি ফেন্সি বিবি বলেন, ভাইয়ের তিন ছেলে মেয়ে। চা বিক্রি করেই সংসার চলত। পরিবারের কী হবে বুঝতে পারছি। এদিকে নবগ্রাম থানার পুলিসের কাছে খবর পেয়ে বহরমপুর থানার পুলিস গাড়িটি ধাওয়া করে আটক করে। নবগ্রাম থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)