• নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ, ধৃত প্রতিবেশী  
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বেলদা: এক নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করল বেলদা থানার পুলিস। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিস। রবিবার ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক একদিন জেল হেফাজতের নির্দেশ দেন। সোমবার ফের ধৃতকে আদালতে তোলা হবে।জানা গিয়েছে, বেলদা থানা এলাকার ওই যুবক প্রতিবেশী বছর ষোলোর ওই নাবালিকাকে এক বন্ধুর সঙ্গে দেখা করানোর অছিলায় মোটরবাইকে চাপিয়ে নারায়ণগড়ে জাতীয় সড়কের পাশে একটি হোটেলে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে ও মুখে টিস্যুপেপার দিয়ে আটকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটেছে। ঘটনার কথা কাউকে বললে বাবা এবং ভাইকে প্রাণে মেরে ফেলা হবে বলে নাবালিকাকে হুমকিও দেয় ধৃত যুবক। বেলদা থানায় অভিযোগ দায়ের করে নাবালিকা ও তার পরিবার। লিখিত অভিযোগ পেয়ে শনিবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিস। রবিবার নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরজি কর হাসপাতালে নৃশংসভাবে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার মাঝেই বেলদার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)