• সাবমার্সিবলের তার ছিঁড়ে আসানসোলে জলসঙ্কট
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ভরা বর্ষাতেও জলসঙ্কটে আসানসোল। শহরের বিস্তীর্ণ অংশের মানুষ পর্যাপ্ত জল না পেয়ে ক্ষুব্ধ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সমস্যার কথা জানিয়ে বাসিন্দাদের ধৈর্য ধরার আর্জি জানিয়েছেন মেয়র।

    দামোদরের তলদেশে সাবমার্সিবল পাম্প বসিয়ে জল তোলা হয়। আসানসোল পুরসভার ডামরায় ২.৫ মিলিয়ন গ্যালন পার ডে(এমজিডি) জলপ্রকল্প রয়েছে। সেখানে ১৮টি সাবমার্সিবল পাম্প আছে। কিন্তু এখন অতিরিক্ত জল ও ডিভিসি থেকে জল ছাড়ার কারণে প্রবল স্রোতে বেশিরভাগ সাবমার্সিবলের সঙ্গে যুক্ত বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখন ১৮টি পাম্পের মধ্যে মাত্র চারটি চালু রয়েছে। ফলে ডামরা, গুটগুটিয়া, ঊষাগ্রাম ও ওল্ড হসপিটাল ওভারহেড রিজার্ভারে জল পৌঁছচ্ছে না। এই চারটি রিজার্ভারের উপর নির্ভর প্রায় ৩০ হাজার মানুষ সমস্যায় পড়েছেন। কালাঝরিয়া ও ভুতাবুড়ি জলপ্রকল্পের বহু সাবমার্সিবলও বিকল হয়ে পড়েছে। সেখান থেকে যে সমস্ত এলাকায় জল সরবরাহ করা হয়, সেখানেও পুরসভা পর্যাপ্ত জল দিতে পারছে না। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, জেলাশাসকের মাধ্যমে ডিভিসিকে জল ছাড়া কমানোর আর্জি জানানো হয়েছে। আমরা তাড়াতাড়ি সমস্যা মেটানোর কাজ করছি। 
  • Link to this news (বর্তমান)