• কালনার নান্দাইয়ে জমজমাট ঝুলন উৎসব
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কালনা: কালনার নান্দাই অঞ্চল সহ পার্শ্ববর্তী পূর্বস্থলী-১ ব্লকের ধোবা, নিচু চাঁপাহাটি এলাকার ঝুলন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এইসব এলাকায় চার দশকের বেশি সময় ধরে চলে আসা মানুষ ঝুলন (জীবন্ত মডেল) দেখতে ভিড় করছেন হাজার হাজার মানুষ। নদীয়া জেলা থেকেও বহু মানুষ এই উৎসবে শামিল হন। 

    বিগত বছরের মতো এবারও নান্দাই অঞ্চলে কালীতলা ঝুলন কমিটি, ভাই ভাই সঙ্ঘ, তরুণ সঙ্ঘ সহ ধোবার স্বাধীন সঙ্ঘ, সমুদ্রগড় নিচু চাঁপাহাটি প্রভৃতি এলাকায় ঝুলন উৎসবে মেতেছেন হাজার হাজার মানুষ। জীবন্ত মডেলের মধ্যে দিয়ে পৌরানিক ও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার উপর নানা দৃশ্য ফুটিয়ে তুলছেন উদ্যোক্তারা। পৌরানিক কাহিনির মধ্যে নৌকাবিলাস, কেদারনাথ যাত্রা, কল্কি অবতার, রাধাকৃষ্ণের লীলা, রামায়ন ও মহাভারতের নানা কাহিনি নির্ভর দৃশ্য জীবন্ত মডেলের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে। রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনা সহ সামাজিক পেক্ষাপট। এছাড়াও বড় বড় মণ্ডপ সহ আলোর রোশনাইয়ে সাজিয়ে তোলা হয়েছে চারিদিক। পুজো মণ্ডপে সুন্দর দৃশ্য দেখতে দর্শকদের লম্বা লাইন পড়ে। এসটিকেকে রোড সংলগ্ন হওয়ায় যান নিয়ন্ত্রণ ও ভিড় সামাল দিতে পুলিস এবং পুজো কমিটির স্বেচ্ছাসেবকরা রয়েছেন। তরুণ সঙ্ঘের ঝুলন উৎসব দেখতে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

    ধোবা স্বাধীন সঙ্ঘের এবার ৪০ তম বর্ষ। এবারও তাদের ঝুলন উৎসবে নৌকাবিলাস থেকে কল্কি অবতার গণেশের আবির্ভাব, মহাভারতের নানা দৃশ্য উপস্থাপন করছে। উৎসব কমিটির সদস্য গোপালচন্দ্র শীল বলেন, ঝুলন আমাদের এলাকার বড় উৎসব। সারা বছর এলাকার মানুষ এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন। পিছিয়ে নেই মন্তেশ্বর। মন্তেশ্বর হাসপাতাল রোডে নিউ নবদিগন্ত সঙ্ঘের এবারের থিম জীবন্ত মডেলের মাধ্যমে পাগলা গারদ। এছাড়াও জীবন্ত মডেল দিয়ে প্রতিদিন নানা দৃশ্যপট পুতনা রাক্ষস বধ, রাধাকৃষ্ণের লীলা, ভীষ্মের শরশয্যা প্রভৃতি ফুটিয়ে তোলা হচ্ছে। পুজো কমিটির দাবি, এবার তাদের বাজেট পাঁচ লক্ষাধিক টাকা। তা দেখতে ভিড় করছেন হাজার হাজার মানুষ।
  • Link to this news (বর্তমান)