• চালু হল বৈদ্যুতিক চুল্লি
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: রবিবার থেকে আলিপুরদুয়ার পুরসভার শবদাহ করার বৈদ্যুতিক চুল্লি ফের চালু হল। বিকল হয়ে পড়ায় গত ৪ জুলাই বৈদ্যুতিক চুল্লি মেরামতের কাজ শুরু হয়েছিল। মেরামতের জন্য পুরসভা এক সপ্তাহ সময় নিয়েছিল। সরকারিভাবে মেরামতের বিজ্ঞপ্তিও দিয়েছিল পুরসভা। কিন্তু, পুরসভার দেওয়া সময় সীমার মধ্যে বৈদ্যুতিক চুল্লি মেরামত আর সম্ভব হয়নি। যার দরুন ভোগান্তিতে পড়তে হচ্ছিল মৃতের পরিজনদের। অনেকে দাহ করার জন্য মৃতদেহ কোচবিহার পুরসভার বৈদ্যুতিক চুল্লিতে নিয়ে যেতে বাধ্য হন। 

    আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর অবশ্য বলেন, আসলে বিকল চুল্লি সারাই করতে প্রথমে একটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু, তারা চুল্লি সারাইয়ে ব্যর্থ হয়। পরে অন্য একটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়। তবে সমস্যা মিটে গিয়েছে। রবিবার সকাল থেকে ফের আমাদের বৈদ্যুতিক চুল্লিতে শবদাহ শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)