• ২৫ ফুটের রাখি তল্লিগুড়ি হাইস্কুলে
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: পরিবেশ বাঁচাতে গাছ রক্ষার বার্তা দিতে কোচবিহারের তল্লিগুড়ি হাইস্কুলের ছাত্রছাত্রীরা বানিয়ে ফেলেছে ২৫ ফুট লম্বা একটি রাখি। আজ, সোমবার রাখি পূর্ণিমা উপলক্ষ্যে তারা সেই রাখিটি স্কুল প্রাঙ্গণে থাকা ২০ ফুট চওড়া শতাব্দী প্রাচীন বিরাট তল্লিগাছের গুঁড়িতে বেঁধে দেওয়া হবে। তল্লিগুড়ি হাইস্কুলের সহকারী শিক্ষক ফণীভূষণ সাহা বলেন, গাছ বাঁচাও কর্মসূচির মধ্যদিয়ে বিদ্যালয়ের পড়ুয়াদের ২৫ ফুটের রাখি তৈরির স্বতঃস্ফূর্ত উদ্যোগকে কুর্নিশ জানাই। আমার পূর্ণ বিশ্বাস এভাবেই ছাত্রছাত্রীরা আগামীর পৃথিবীকে সবুজ ও সুন্দর করে তুলবে। রাখির সঙ্গে রক্ষা শব্দটি অঙ্গাঙ্গীভাবে জড়িত। রাখি পূর্ণিমা উপলক্ষ্যে বোনেরা তাদের ভায়ের হাতে রাখি বেঁধে দেন। এই সময় সমাজের চারপাশে যে সমস্ত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে তাতে রাখিবন্ধনের তাৎপর্য অনেক।
  • Link to this news (বর্তমান)