• রাখি পরলেন জওয়ানরা
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: সোমবার রাখিপূর্ণিমা। তার আগে রবিবারই চ্যাংরাবান্ধায় পালিত হল এই উৎসব। নিজের দিদি-বোনদের কাছে না পেলেও গ্রামের দিদি-বোনেদের থেকে রাখি পরতে পেরে খুশি বিএসএফ জওয়ানরা। এদিন বাংলাদেশ সীমান্তে গিয়ে বিএসএফ জওয়ানদের হাতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রাখি পরানো হয়। চ্যাংরাবান্ধা সীমান্তের ৯৮ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জর সহ অন্যান্য জওয়ানদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয়। রাখি পরানো হয় মেখলিগঞ্জের পুলিসের সার্কেল ইন্সপেক্টর অভিজিৎ সরকার, ওসি মণিভূষণ সরকার সহ অন্যান্য পুলিস কর্মীদেরও। কর্মসূচিতে জ্যোতি কানু, টুম্পা শা, দীপিকা দাস, অরিত্রী পাল প্রমুখ সীমান্তবাসীরা অংশগ্রহণ করেন। তাঁরা বলেন, রাখি ভাইবোনের সম্পর্কের দৃঢ়তার বন্ধন। বোনকে ভাইয়ের রক্ষা করার প্রতিশ্রুতি। যারা আমাদের দেশকে, রাজ্যকে রক্ষা করার জন্য বছরভর কর্তব্যে অবিচল, তাঁদের এই উৎসবের দিনগুলিতে থাকতে হয় পরিবার, বোনদের থেকে দূরে। পুলিস ও বিএসএফ জওয়ানদের সেই অভাব বোধ পূরণের জন্যই তাঁদেরকে নিয়ে সীমান্তে এই রাখি বন্ধন উৎসব পালিত হল। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)