• তিনদিন বাদে ফের বনগাঁয় স্বাধীনতা দিবস পালিত
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: রবিবার ১৮ আগস্ট স্বাধীনতা দিবস পালিত হল বনগাঁয়। প্রতি বছর ১৫ আগস্টের পাশাপাশি ১৮ আগস্টও স্বাধীনতা দিবস পালিত হয় সীমান্তের এই জনপদে। এদিন বনগাঁ আদালতে জাতীয় পতাকা উত্তোলন করেন আইনজীবীরা। স্বাধীনতার আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বনগাঁ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি কৃষ্ণপদ চন্দ এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন। ১৯৪৭ সালে ১৫ আগস্ট ভারত স্বাধীন হলেও বনগাঁ সহ নদীয়া ও মুর্শিদাবাদের কিছু অংশ পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে থেকে যায়। তিনদিন পর দেশের সীমানা নির্ধারণ করতে গিয়ে বনগাঁকে ভারতের অংশ হিসেবে ঘোষণা করা হয়। সেকারণেই এই দিনটিকে বনগাঁর মানুষ স্বাধীনতা দিবস হিসেবে পালন করেন। আইনজীবী সংগঠনের নেতা কৃষ্ণপদ চন্দ বলেন, ১৫ আগস্ট ভারত স্বাধীনতা পেলেও বনগাঁ পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে থেকে গিয়েছিল। তিনদিন পর বনগাঁ ভারতের অংশ হয়। সেকারণে এই দিনে বনগাঁয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)